ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৮তম ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ০৫:৩১, ২২ মে ২০১৭

১৮তম ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়ে গেল ১৮তম মাইলো ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ। এই আসরে বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো ফেডারেশনের পক্ষ থেকে তিন সদস্যের বাংলাদেশ দল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। ১টি স্বর্ণ ও ৩টি রৌপ্যসহ মোট ৪টি পদক অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশ দলের মোঃ দ্বীন ইসলাম মৈশান মাইনাস ৬০ কেজি কুমিতে ইভেন্টে ইন্দোনেশিয়ার খেলোয়াড় ড্যানি আর্দনিয়াহকে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন। এছাড়া ওপেন মাস্টার্স কুমিতে ও কাতা ইভেন্টে অংশ নিয়ে ২টি রৌপ্য পদকসহ মোট ৩টি পদক একাই অর্জন করেন বাংলাদেশ পুলিশ দলের বর্ষসেরা কারাতেকা দ্বীন ইসলাম। অপর রৌপ্য পদকটি অর্জন করেন জুয়েল রক্ষিত। তিনি মাইনাস ৬৭ কেজি কুমিতে ইভেন্টে স্বাগতিক মালয়েশিয়ার খেলোয়াড়ের কাছে পরাজিত হন। সফরে বাংলাদেশ দলের টিম ম্যানেজার হিসেবে ছিলেন বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো ফেডারেশনের চেয়ারম্যান নাজমুল মোর্শেদ। এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, স্বাগতিক মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ মোট ১৩টি দেশ অংশগ্রহণ করে।
×