ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে জয়ের ধারায় গ্যাটলিন

প্রকাশিত: ০৫:৩০, ২২ মে ২০১৭

অবশেষে জয়ের ধারায় গ্যাটলিন

স্পোর্টস রিপোর্টার ॥ যতই সময় ঘনিয়ে আসছে আর একটি করে রেস অনুষ্ঠিত হচ্ছে কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট থাকছেন আলোচনায়। রেসে এ জ্যামাইকান গতি ‘বিদ্যুত’ আছেন কি নেই সেটা মুখ্য বিষয় নয়। কারণ চলতি বছর আগস্টে অনুষ্ঠিতব্য বিশ্বচ্যাম্পিয়নশিপস শেষেই ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে অবসরে যাবেন সর্বকালের সবচেয়ে গতিধর এ মানব। তার অন্যতম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন গত কয়েক মাস ভাল কাটেনি। কিন্তু এবার তিনি জয়ের ধারায় ফিরেছেন জাপানের কাওয়াসাকিতে গোল্ডেন গ্রাঁ প্রিঁ আসরের ১০০ মিটারে। গ্যাটলিন দাবি করেছেন বোল্টের শেষ রেসে তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য অনেকেই আছে। এছাড়া তিনি জানান, অনেক তরুণ স্প্রিন্টার আছেন যারা বোল্টের শূন্যস্থান বেশ ভালভাবেই পূরণ করতে পারবেন। জাপানের তরুণ উদীয়মান গতি তারকাদের সঙ্গে মূলত লড়াইটা হয়েছে। ট্র্যাকে গ্যাটলিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন জাপানী স্প্রিন্টাররা। গত মৌসুমটাও তেমন ভাল কাটেনি গ্যাটলিনের। চলতি মৌসুমেও নিজেকে খুঁজে পাচ্ছিলেন না ঠিকমতো। শুধু গত এপ্রিলে আইএএএফ ওয়ার্ল্ড রিলেতে নিজের দেশকে জিতিয়েছেন। অবশেষে জাপানে এসে নিজেকে ফিরে পেলেন তিনি। কিন্তু এখানেও স্টার্টিংটা খুব বাজে হয়েছিল। এজন্য নিজেকে বিজয়ী করতে ঘাম ঝরাতে হয়েছে গ্যাটলিনকে। শেষ পর্যন্ত ১০.২৮ সেকেন্ড সময় নিয়ে সবার আগে শেষ করেন। তার সঙ্গে কঠিন লড়াই করে দ্বিতীয় হয়েছেন জাপানের আসকা ক্যামব্রিজ। তিনি সময় নিয়েছেন ১০.৩১ সেকেন্ড। মাত্র ০.০৩ সেকেন্ড সময় বেশি। যদিও স্বাগতিকদের স্বপ্ন ছিল আব্দুল হাকিম সানি ব্রাউনকে ঘিরে। কিন্তু এ তরুণ দারুণ হতাশ করেছেন। তিনি ১০.৪২ সেকেন্ড সময় নিয়ে হতে পেরেছেন চতুর্থ। আর শুহেই টাডা ১০.৩৫ সেকেন্ড টাইমিং নিয়ে হন তৃতীয়। চীনের সু বিংটিয়ান চলতি মাসের শুরুর দিকে সাংহাইয়ে পারেননি। এবার কাওয়াসাকিতেও ব্যর্থ হয়েছেন। তিনি পঞ্চম স্থান নিয়ে শেষ করেন। জাপানের স্প্রিন্টারদের দেখে বিস্মিত হয়েছেন গ্যাটলিন। তাদের বিরুদ্ধেও জিততে এত ঘাম ঝরানোর পেছনে কিছুটা কারণও আছে। সে বিষয়ে এ ৩৫ বছর বয়সী স্প্রিন্টার বলেন, ‘আমি কিছুটা ইনজুরির মধ্যে ছিলাম সে কারণে যেভাবে কঠোর অনুশীলন করতে চেয়েছি, পারিনি। কিন্তু আমি আমার সর্বোচ্চ গতি ফিরে পাওয়ার জন্য কাজ করে যাচ্ছি। ফিনিশিং নিয়েও কাজ করেছি। সেটাই হয়তো আজ আমাকে বিজয়ী করল।’ এছাড়া স্প্রিন্ট সম্রাট বোল্টের বিষয়েও নিজের মনোভাব জানান গ্যাটলিন। তিনি মনে করেন বিশ্ব আসরে যেভাবে চিন্তা করছেন জ্যামাইকান তারকা, শেষটা অত সহজ হবে না তারজন্য। এ বিষয়ে গ্যাটলিন বলেন, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। বোল্ট তার শেষ রেসে শুধু উজ্জ্বলতাই ছড়াবেন না, যেহেতু তিনি দুর্ধর্ষ এক প্রতিযোগী তাই নিজেকে উজাড় করেও দেবেন। কিন্তু আপনাদের সবার প্রস্তুত থাকতে হবে যে আরও অনেকে আছে। বোল্ট চলে যাওয়ার পর তার শূন্য জায়গাটা পূরণের অনেকেই আছে।’ একই দিনে পুরুষদের ২০০ মিটারে ২০.৬২ সেকেন্ড সময় নিয়ে কানাডার এ্যারন ব্রাউন চ্যাম্পিয়ন এবং মার্কিন স্প্রিন্টার ডেব্রিস ডিউকস ২০.৭১ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হয়েছেন। জাপানের কেনজি ফুজিমিতসু ২০.৯৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। ৮০০ মিটারে লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী টিমোথি কিটুম স্বর্ণ জেতেন ১ মিনিট ৪৭.০৩ সেকেন্ড সময় নিয়ে। কেনিয়ার পল টানুই রৌপ্য জিতলেও তিনি ৩০০০ মিটারে ৭ মিনিট ৫২.৬৭ সেকেন্ড টাইমিংয়ে হয়েছেন চ্যাম্পিয়ন।
×