ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২০১৬-১৭ মৌসুমের জার্মান বুন্দেসলিগার শেষ ম্যাচেও দাপুটে জয় বাভারিয়ানদের

মিউনিখে শিরোপা উৎসব বেয়ার্নের

প্রকাশিত: ০৫:৩০, ২২ মে ২০১৭

মিউনিখে শিরোপা উৎসব বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগার শিরোপা যেন নিজেদের পৈত্রিক সম্পত্তি বানিয়ে ফেলেছে বেয়ার্ন মিউনিখ। গত চার বছরের মতো এবারও ট্রফি জিতে সে স্বাক্ষর রেখেছে বাভারিয়ানরা। গত এপ্রিলের শেষ দিকে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক উলফসবার্গকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন হয় বেয়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নদের মৌসুমের শেষটাও হয়েছে বিজয়ীর বেশে। শনিবার লীগের শেষ রাউন্ডে ফ্রেইবার্গকে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলোত্তির দল। ঘরের মাঠ মিউনিখের এ্যালিয়াঞ্জ এ্যারানায় ফ্রেইবার্গকে ৪-১ গোলে হারিয়েছে বেয়ার্ন। চ্যাম্পিয়নদের পক্ষে একটি করে গোল করেন আরিয়েন রোবেন, আর্টুরো ভিদাল, ফ্রাঙ্ক রিবেরি ও জসুয়া কিমিচ। ক্লাবের ইতিহাসে এটা তাদের ২৭তম লীগ শিরোপা। এই জয়ের মধ্য দিয়ে শিরোপা উৎসব করেছে জার্মান জায়ান্টরা। আর ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ডও ধরে রেখেছে। এর আগে সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে এই কীর্তি গড়েছিল দলটি। এবারের আসরে নিজেদের মাঠে খেলা ১৭ ম্যাচের ১৩টিতে জিতেছে তারা। ড্র করেছে বাকি চারটি ম্যাচ। পরশু রাতেই শেষ হয়েছে ২০১৬-১৭ মৌসুমের খেলা। এবারের শিরোপা জয়ের পথচলায় আক্রমণভাগ ও রক্ষণে দারুণ সফল ছিল বেয়ার্ন। সর্বোচ্চ ৮৯টি গোল করেছে তারা। বিপরীতে খেয়েছেও সবদলের মধ্যে সবচেয়ে কম, মাত্র ২২টি। দলের রেকর্ড শিরোপা জয়ের পথে কোচ আনচেলোত্তিও গড়েছেন দারুণ কীর্তি। প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের চারটি জিতেছেন এই ইতালিয়ান। ৩৪টি করে ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে লীগ শেষ করেছে বেয়ার্র্ন। রানার্সআপ লাইপজিগের পয়েন্ট ৬৭। লীগের শেষ রাউন্ডে হয়েছে গোলোৎসব। নয়টি ম্যাচে হয়েছে মোট ৩৫ গোল। আর এই গোল উৎসবের দিনে ওয়েডার ব্রেমেনের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জিতে চ্যাম্পিয়ন্স লীগে সরাসরি খেলার টিকেট পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচটি ৪-৩ গোলে জেতা সাবেক চ্যাম্পিয়নদের পয়েন্ট ৬৪। জার্মান কাপে হারের কারণে অভিষেকে পেপ গার্ডিওলার ডাবল শিরোপা জয়ের কৃতিত্বকে স্পর্শ করতে পারেননি বেয়ার্ন বস আনচেলোত্তি। তবে বুন্দেসলিগা জিতে তিনি ইতিহাস গড়েছেন। এই নিয়ে ইউরোপের শীর্ষ পাঁচটি লীগে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে টুর্নামেন্ট জিতলেন। যার মধ্যে লীগ শিরোপা চারটি। কেবল লা লিগা জেতা হয়নি রিয়াল মাদ্রিদের হয়ে। বিশ্বফুটবলের কোন কোচ এই রেকর্ডের ধারে কাছেও নেই। জোশে মরিনহোর আছে তিনটি দেশের শিরোপা জেতার রেকর্ড। পেপ গার্ডিওলার দুইদেশের। সেখানে আনচেলোত্তি জিতেছেন ইতালির কোপা ইতালিয়া ও সিরি’এ, এসি মিলানের হয়ে, ইংল্যান্ডের প্রিমিয়ার লীগ ও এফএ কাপ, চেলসির হয়ে। ফ্রান্সের লীগ ওয়ান, পিএসজির হয়ে। স্পেনের কোপা ডেল রে, রিয়াল মাদ্রিদের হয়ে। সর্বশেষ বেয়ার্নের হয়ে বুন্দেসলিগা। বেয়ার্ন কোচ হিসেবে এটাই আনচেলোত্তির প্রথম মৌসুম। আর অভিষেকেই ক্লাবকে লীগ শিরোপা উপহার দেয়ায় দারুণ খুশি এই ইতালিয়ান বলেন, আমি দারুণ খুশি। এখানে আমার অভিজ্ঞতাও দারুণ। তারকা এই কোচ আরও বলেন, এই অসাধারণ ক্লাবটিকে ধন্যবাদ জানাতে চাই। এই শিরোপাটা আমাদের প্রাপ্য ছিল। পুরো মৌসুম জুড়ে আমরা ভাল ফুটবল খেলেছি, এখন সময় এসেছে উদযাপনের। উচ্ছ্বাসে ভাসছেন দলটির চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগেও। তিনি বলেন, টানা পাঁচবারের শিরোপা সত্যিই অবিশ্বাস্য। এই চ্যাম্পিয়নশিপে যোগ্য প্রার্থী আমরাই ছিলাম। রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নিয়েছেন বেয়ার্ন অধিনায়ক ফিলিপ লামও। বুন্দেসলিগায় লামের এটি অষ্টম শিরোপা। জার্মানির সর্বোচ্চ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিরোপা জয়ে অলিভার কান, মেহমেট শোল ও বাস্টিয়েন শোয়েনস্টোইগারের রেকর্ডে ভাগ বসিয়েছেন জার্মানির সাবেক অধিনায়ক। এবারের শিরোপাটি লামের কাছে অন্যরকম আবেগের। কেননা শিরোপা দিয়ে ক্যারিয়ার শেষ করতে পেরেছেন তিনি। এদিকে বুন্দেসলিগায় প্রথম নারী রেফারি হতে যাচ্ছেন বিবিয়ানা স্টাইনহাউস। জার্মানির শীর্ষ লীগের ২০১৭-১৮ আসরের জন্য যে চারজন নতুন রেফারির নাম ঘোষণা করা হয়েছে এর মধ্যে আছেন ৩৮ বছর বয়সী এই পুলিশ অফিসার। ইংলিশ প্রিমিয়ার লীগ ও বিশ্বকাপের সাবেক রেফারি হাওয়ার্ড ওয়েবের প্রেমিকা স্টাইনহাউস ছয় বছর ধরে দ্বিতীয় সারির ফুটবলে রেফারির দায়িত্ব পালন করছেন।
×