ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজীবন সম্মাননা পাচ্ছেন শেখ সাদী খান

প্রকাশিত: ০৫:২২, ২২ মে ২০১৭

আজীবন সম্মাননা পাচ্ছেন শেখ সাদী খান

স্টাফ রিপোর্টার ॥ দেশের সঙ্গীতাঙ্গনের নিভৃতচারী গুণী মানুষদের মধ্যে অন্যতম সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। তাকে বাংলাদেশের সঙ্গীতের জাদুকর বলে অভিহিত করা হয়। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। তার করা জনপ্রিয় কিছু গানের মধ্যে অন্যতম- ‘ডাকে পাখি খোল আঁখি’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা’, ‘ভালবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’, ‘আমি চিরকাল প্রেমেরও কাঙাল’, ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’, ‘তোমার চন্দনা মরে গেছে’ প্রভৃতি। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এর বাইরেও অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। সঙ্গীত সাধনাতেই গুণী এই মানুষটি পার করেছেন জীবনের ৫৭টি বছর। এ সব কিছু মিলিয়ে নিভৃতচারী এই সঙ্গীত পরিচালককে ‘হিউম্যান রাইটস্ এ্যাওয়ার্ড’ আজীবন সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি। আগামীকাল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা প্রদান করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা, এমপি। এ সময় আরও উপস্থিত থাকবেন সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা এমপি, এ্যাডভোকেট সানজিদা খানম এমপি, হাজী রহিমুল্লাহ এমপি, বিচারপতি সিকদার মকবুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন প্রমুখ। বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারী বলেন, সোসাইটির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য গুণীজনদের ‘হিউম্যান রাইটস্ এ্যাওয়ার্ড’ দেয়া হবে। এ বছর সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খানকে আজীবন সম্মাননা দেয়া হবে। তার মতো গুণী মানুষকে সম্মান জানানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত। ১৯৬৫ সালে রেডিও পাকিস্তানে কর্মজীবন শুরু করে পরবর্তীতে ১৯৬৮ সালে শেখ সাদী খান যোগ দেন তৎকালীন পাকিস্তান টেলিভিশনে। তবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুক্ত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ বেতারে সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দেন তিনি। শেখ সাদী খান সত্তরের দশকে সঙ্গীত পরিচালক খন্দকার নূরুল আলমের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। চলচ্চিত্রের প্রথম সঙ্গীত পরিচালনা করার সুযোগ পান ১৯৮০ সালে। চলচ্চিত্রটির নাম ছিল আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘এখনই সময়’। প্রথম চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে বাচসাস পুরস্কার পান তিনি।
×