ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরব নেতাদেরকে সন্ত্রাসবাদের বিপক্ষে দাঁড়ানোর ডাক ট্রাম্পের

প্রকাশিত: ০৪:১৩, ২১ মে ২০১৭

আরব নেতাদেরকে সন্ত্রাসবাদের বিপক্ষে দাঁড়ানোর ডাক ট্রাম্পের

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবে সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার আরববিশ্বের নেতাদেরকে সন্ত্রাসবাদে বিরুদ্ধে একাত্ম হবার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, সন্ত্রাসবাদ এই মুহূর্তে একটি চুড়ান্ত পর্যায়ে এসে পড়েছে। আরব নেতাদেরকে এখনই সৎভাবে সন্ত্রাসবাদী আক্রমণের বিপক্ষে দাঁড়াবার আহ্বান জানান ট্রাম্প। খবর এএফপি’র। অতীতে মুসলিম দেশগুলোর বিপক্ষে কথা বলেন এবং সন্ত্রাসবাদের সাথে মুসলিমদের জড়িত থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। এবার অবশ্য ডোনাল্ড ট্রাম্প তার মত শিথিলের ব্যাপারে ইঙ্গিত দিলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন ‘এটি আসলে ভিন্ন মতের মানুষের মধ্যে কোন বিবাদ নয়। এটি আসলে নির্বিচারে যে মানুষ হত্যা করা হচ্ছে তার বিপক্ষে আমাদের রুখে দাঁড়ানো দরকার। এটি ভালো ও মন্দের ভিতর যুদ্ধ।’ সৌদি আরব সফরের দ্বিতীয় দিন মার্কিন প্রেসিডেন্ট প্রায় বারো জন সৌদি নেতার উপস্থিতিতে এসব কথা বলেন। এটিই ক্ষমতা গ্রহনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফর। এরপর ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল, ফিলিস্তিন এবং সবশেষে ইউরোপ সফর করবেন। এই সফরকে দেখা হচ্ছে সন্ত্রাসবাদের বিপক্ষে প্রচারণামূলক একটি সফর। যদিও অনেক কূটনীতিক মনে করছেন এই সফর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গ্রহণোযাগ্যতার তলানীতে নেমে আসা ব্যর্থতা ও হতাশা কাটানোর সফর। শনিবার মার্কিন ফার্ষ্ট লেডি মেলানিয়াকে সঙ্গে নিয়ে তিনি রিয়াদ বিমানবন্দরে পৌঁছালে সৌদি বাদশা সালমান তাদেরকে স্বাগত জানান। বাদশা সালমান ও প্রেসিডেন্ট ট্রাম্প বিমানবন্দরের রয়্যাল হল টার্মিনালে লাল গালিচার ওপর দিয়ে মটর শোভাযাত্রায় যান। শনিবার সৌদিআরবের সর্বোচ্চ বেসামরিক সম্মানেও ভূষিত করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এদিকে এএফপি’র খবরে বলা হয়েছে, সফরকালে সৌদি আরবের সাথে মোট ৩৫ হাজার কোটি ডলারের কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবে তার সফরের প্রথম দিনটি ছিল অসাধারণ। স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি অস্ত্র চুক্তি, যাকে হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় একক অস্ত্র চুক্তি বলে অভিহিত করেছে।
×