ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে নওয়াজ শরিফের পদত্যাগের দাবি

প্রকাশিত: ১৯:৩৩, ২১ মে ২০১৭

পাকিস্তানে নওয়াজ শরিফের পদত্যাগের দাবি

অনলাইন ডেস্ক ॥ পানামা কেলেঙ্কারিতে নিজের নাম জড়িয়ে পরায় বিপাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার পদত্যাগের দাবি করল পাকিস্তান সুপ্রিম কোর্ট ও লাহোর হাইকোর্টের আইনজীবীদের সংগঠন। শুধু তাই নয়, সাতদিনের মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। নওয়াজ শরিফের ইস্তফা চেয়ে দুই অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ পত্র ‘দ্য ডন। ’ সেই প্রতিবেদনে বলা হয়েছে, ‘পানামা দুর্নীতি নিয়ে নওয়াজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ প্রমাণিত। সুপ্রিম কোর্টও সেই মর্মে রায় দিয়েছে। যার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার অধিকার হারিয়েছেন নওয়াজ। ক্ষমতায় টিকে থাকলে তদন্তকে প্রভাবিত করতে পারেন উনি। তাই স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এখুনি পদত্যাগ করা উচিত। যৌথ তদন্তকারী সংস্থার রিপোর্ট না আসা পর্যন্ত ক্ষমতা থেকে সরে থাকতে হবে তাকে। এ মাসের ২৭ তারিখ পর্যন্ত সময় দিলাম। দাবি না মানলে দেশজুড়ে আন্দোলন শুরু হবে। ’
×