ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রভাসের জন্য পাত্রীর খোঁজে রানা দগ্গুবাতি

প্রকাশিত: ১৯:২৭, ২১ মে ২০১৭

প্রভাসের জন্য পাত্রীর খোঁজে রানা দগ্গুবাতি

অনলাইন ডেস্ক ॥ বাহুবলির প্রথম ছবিটি মুক্তির পর থেকে প্রায় ৬০০০ বিয়ের প্রস্তাব এসেছিল নায়ক প্রভাসের কাছে। পরবর্তী ছবির দিকে তাকিয়ে সেসব দিকে নজর দেননি তিনি। কিন্তু, সম্প্রতি সামনে এসেছে এক মজার তথ্য। বাহুবলির অপর অভিনেতা রানা দগ্গুবাতি নাকি প্রভাসের বিয়ে দেবেন বলে ঠিক করেছিলেন। শুরু করেছিলেন পাত্রীর খোঁজ। উপযুক্ত পাত্রীর সন্ধানে টুইটারে দিয়েছিলেন বিজ্ঞাপনও। ভাইরাল হয়েছে সেই টুইটবার্তাটি। পাত্রীর কী কী যোগ্যতা থাকা দরকার, তা টুইটবার্তায় ফলাও করে লিখেছিলেন দগ্গুবাতি। কিন্তু, তার আগে উল্লেখ করেছিলেন বাহুবলির যোগ্যতা। জানিয়েছিলেন, ৩৬ বছরের যোদ্ধা, মিলিটারি যুবকের জন্য উপযুক্ত পাত্রী প্রয়োজন। পাত্রীর কী কী যোগ্যতা থাকা আবশ্যক? প্রথম শর্ত : পাত্রীকে আকর্ষণীয় হতে হবে। পাহাড়, জঙ্গলে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা বাঞ্চনীয়। দ্বিতীয় শর্ত : তরবারি চালানো ও ধনুর্বিদ্যা জানা আবশ্যক। তৃতীয় শর্ত : শাশুড়িকে সম্মান করতে হবে। তিনি এখন বন্দি অবস্থায় রয়েছেন। চতুর্থ শর্ত : পাত্রীকে হতে হবে ঘরোয়া। সে সঙ্গে জানা চাই বাড়ির কাজ। যুদ্ধের নতুন নতুন কৌশল সম্পর্কে ওয়াকিবহাল থাকাও দরকার। ২০১৬ সালের এই বিজ্ঞাপনটি দেখার পর অনেকে কমেন্টস দিতে শুরু করেছেন। তবে মুখ খোলেননি পাত্র বা বিজ্ঞাপনদাতা নিজে।
×