ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজিজুর রহমান সিসিইউ থেকে এসডিইউতে

প্রকাশিত: ২৩:৩৬, ২০ মে ২০১৭

আজিজুর রহমান সিসিইউ থেকে এসডিইউতে

স্টাফ রিপোর্টার ॥ ছুটির ঘণ্টা, অশিক্ষিত, স্বীকৃতি, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, মায়ের আঁচল, সাম্পানওয়ালা, অপরাধ, ডাক্তার বাড়ি, গড়মিল, সমাধান প্রভৃতি চলচ্চিত্রের সফল পরিচালক আজিজুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হসপাতালে ভর্তি রয়েছেন। আজিজুর রহমানের স্ত্রী শামিম রহমান শনিবার দুপুরে জনকণ্ঠকে বলেন, তাকে ইউনাইটেড হাসপাতালে সিসিইউ থেকে এখন এসডিইউতে ভর্তি করা হয়েছে। তিনি ডাক্তার প্রফেসর মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার লাঞ্চে পানি আছে। নিউমোনিয়া আছে। একটি বাল্ব নষ্ঠ হয়ে গেছে। তাকে ওপেন হার্ট সার্জারি করাতে চাচ্ছেন ডাক্তার। আমরা চাচ্ছি তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে। দেখি কি করা যায়? সবার কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। আজিজুর রহমানের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয় জনপ্রিয় অভিনেত্রী শাবানার। তিনি অনেক বছর ধরে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। আজিজুর রহমানের অসুস্থতার খবর জানার পর এ অভিনেত্রী সেখান থেকে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন আজিজুর রহমানের স্ত্রী শামিম রহমান। পরিচালক আজিজুর রহমান ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ ছবিতে প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন। এই নির্মাতা ৫৪টি ছবি নির্মাণ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে। আজিজুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্রের মধ্যে রয়েছে মেরে আরমান মেরে স্বপ্নে, সাত সেহেলী, বস্তির রাণী ও পরদেশে রেহেনে দো। প্রযোজিত চলচ্চিত্রের মধ্যে নাচের পুতুল, কুচবরণ কন্যা, রঙিন রূপবান, কাঞ্চন মালা ও জিদ উল্লেখযোগ্য।
×