ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২

প্রকাশিত: ০৫:২৬, ২০ মে ২০১৭

কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের  দু’গ্রুপে সংঘর্ষ,  আহত ২

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ মে ॥ জেলার মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব) জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলী নামে দু’জন আহত হয়েছে। এ সময় হাশেম আলী নামে এক ভুয়া মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সারাদেশের ন্যায় মুরাদনগরেও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম চলছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে শেখ এনামুল হকসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে অপর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলী ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করে নানা কটূক্তি করতে থাকে। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব) জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলীর ওপর হামলা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের জানান, উভয় পক্ষের মধ্যে পরিস্থিতি বেসামাল দেখে আমি নিজেই দু’গ্রুপের মাঝে দাঁড়িয়ে তাদের নিভৃত করার চেষ্টা করি। এ সময় হাশেম আলী নামে এক ভুয়া মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে হামলায় আহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুর রশিদসহ একটি চক্র পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। তবে হামলা করার অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন, আবুল হোসেন ও আব্দুর রশিদ। এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ জানান, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলী শিষ্টাচার বহির্ভূত আচরণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করায় সাধারণ মুক্তিযোদ্ধারা তাদের ওপর হামলা করেছে।
×