ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক ॥ অপহৃত দু’পোশাক শ্রমিক উদ্ধার

প্রকাশিত: ০২:৪২, ১৯ মে ২০১৭

গাজীপুরে অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক ॥ অপহৃত দু’পোশাক শ্রমিক উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মুক্তিপণের দাবীতে অপহরণের প্রায় ৯ ঘন্টা পর শুক্রবার এক পোশাক কারখানার অপহৃত দু’শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় কলেজের এক ছাত্রসহ ৫ অপহরণকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে দু’রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ৩টি চাকু ও ৬টি মোবাইলসহ ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে। র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে পারটেক্স গ্রুপের পারটেক্স ডেনিম লিমিটেড-১ নামের পোশাক কারখানায় চাকুরী করে নাটোর জেলার মোঃ মিরাজুল ইসলাম (১৮) ও রাজশাহী জেলার মোঃ রাকিবুল ইসলাম (১৯)। বৃহষ্পতিবার সন্ধ্যায় তারা কাঁচি শাণ দিতে ও কেনাকাটা করতে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা (জয়দেবপুর) চৌরাস্তায় যায়। কেনাকাটা শেষে সন্ধ্যার পর ৭টার দিকে তারা বাসায় ফিরছিল। এসময় ওই চৌরাস্তা মোড় এলাকায় কয়েক যুবক তাদের পথরোধ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে সেখান থেকে অপহরণ করে ওই দু’শ্রমিককে স্থানীয় টেকনগপাড়া এলাকার জনৈক মোঃ হারুনুর রশিদ এর নির্মাণাধীন বাড়ীর ২য় তলার একটি কক্ষে নিয়ে বন্দি করে। পরে অপহরণকারীরা অপহৃত মিরাজ ও রাকিবুলের পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে ৫০ হাজার টাকা করে মোট একলাখ টাকা মুক্তিপণ দাবী করে এবং অপহৃতদের মারধর করে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অপহৃত মোঃ মিরাজ আলী কৌশলে উক্ত বাড়ীর পাশে রাখা বালুর স্তুপে ২য় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে সে ফোন নম্বর সংগ্রহ করে র‌্যাব-১’র গাজীপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে বিষয়টি অবহিত করে। র‌্যাবের সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত জানান, মুক্তিপণের দাবীতে অপহরণের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-১ এর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাড়িটি ঘিরে ফেলে এবং সেখানে তল্লাশী চালায়। র‌্যাব সদস্যরা ভবনের দ্বিতীয়তলা থেকে অপর ভিকটিম মোঃ রাকিবুল ইসলামকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের মোঃ রাব্বি হাসান নিলয় (২২), মোঃ রাকিব (২০), মোঃ শাকিল মোল্লা (২১), মোঃ সোহেল রানা (২০) ও মোঃ সোহাগ (২৩)কে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দু’রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল, ৩টি চাকু, ৬টি মোবাইল ও ১টি ক্রেডিট কার্ড জব্ধ করা হয়েছে। আটককৃতদের মধ্যে নিলয় স্থানীয় হাফিজুর রহমানের ছেলে এবং অন্যদের বাড়ি বিভিন্ন জেলায়। তারা সবাই একই এলাকায় বসবাস করে। আটক শাকিল মোল্লা গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকার আরিফ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। অপহরণকারী এ চক্রটি দীর্ঘদিন ধরে অপহরণ ও ছিনতাইসহ বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল বলে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
×