ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিশন ২০৩০ আগামী প্রজন্মের ঐতিহাসিক দলিল বললেন মোশাররফ

প্রকাশিত: ০০:৩৫, ১৯ মে ২০১৭

ভিশন ২০৩০ আগামী প্রজন্মের ঐতিহাসিক দলিল বললেন মোশাররফ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ ‘ভিশন ২০৩০ আগামী প্রজন্মের জন্য জবাবদিহীমূলক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক দলিল’ বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এই ভিশন জনগণের সাথে সম্পাদিত একটি চুক্তি। আমাদের ভিশন বাস্তবায়নের মাধ্যমে মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটবে এবং দেশে জবাবদিহীতার রাজনীতির সূচনা হবে। ২০১৪ সাল থেকে কোন নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তার প্রতিবাদে ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার সংগ্রামে শরীক হতে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বিএনপি’র এই নীতি নির্ধারক নেতা। ড. মোশাররফ আজ শুক্রবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানাচোয়া গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যাবার পথে নৈয়ার বাজারে এক বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এই সব কথা বলেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ ঘোষণার পর ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে চরম অস্বস্তি বিরাজ করছে। বিএনপি’র ভিশন নিয়ে আ.লীগের নানা মনগড়া মন্তব্য জনগণ প্রত্যাখান করেছে। দেশের মানুষ এই ভিশনকে সাধুবাদ জানিয়ে গ্রহণ করেছে। এই সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিয়াজী প্রমূখ।
×