ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় অগ্নিকান্ডে বসতঘরসহ সব পুড়ে ছাই

প্রকাশিত: ২৩:৩৩, ১৯ মে ২০১৭

কলাপাড়ায় অগ্নিকান্ডে বসতঘরসহ সব পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ শ্রমজীবি রুহুল আমিন ও হাসন ভানু দম্পতি এখন নিঃস্ব। চুলার আগুনে পেটের ক্ষিধে নিবারনে মিস্টি আলু সিদ্ধ করছিল হাসন ভানু। ছেলে দশ বছরের জাহিদের পেটের ক্ষিধে নিবারনে চুলায় আলু সিদ্ধ দিয়ে নিজে ঘুমিয়ে পড়েন। বাতাসে চুলার আগুন বেড়ায় লাগে। সেখান থেকে ঘরের সর্বত্র। যখন ঘুম ভাঙে তখন সব শেষ। কোনমতে সন্তান ও নাতনি নিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন। বুধবার রাতের এঘটনায় এখনও খোলা আকাশের নিচে চরচাপলী গ্রামের এ পরিবারটি। শুধু ঘরটি নয়। কিছু মুড়ির ধান। সাতটি হাস-মুরগী। সব পুড়ে ছাই হয়ে গেছে। শ্রমজীবি স্বামী রুহুল আমিন এসময় বাড়িতে ছিলেন না। কাজের সন্ধানে পায়রা বন্দর এলাকায় গিয়েছিলেন। ওই এলাকার মহিলা ইউপি সদস্য লায়লা রহমান রুনা জানান, অগ্নিকান্ডে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি তাদের খাদ্য সহায়তা দিলেও জরুরী ভিত্তিতে এ পরিবারের গৃহনির্মান সহায়তার প্রয়োজন রয়েছে বলে তার দাবি।
×