ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় বিদ্যুত বিভ্রাটে জনজীবনে অসহনীয় ভোগান্তি

প্রকাশিত: ২৩:২০, ১৯ মে ২০১৭

কলাপাড়ায়  বিদ্যুত বিভ্রাটে জনজীবনে অসহনীয় ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ অসহনীয় ভ্যাপসা গরমের পাশাপাশি ভয়াবহ বিদ্যুত বিভ্রাটে কলাপাড়ায় জনজীবনে বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে। প্রতিদিন গড়ে ৭/৮ ঘন্টা লোডশেডিংএর নাম করে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকরা এখন দিশেহারা হয়ে পড়েছে। ক্ষুব্ধ গ্রাহকরা ক্রমশ ফুসে উঠছে। শহর এলাকায় মাঝে মাঝে বিদ্যুত যাওয়া-আসার মধ্যে রয়েছে। কিন্তু গ্রামের অবস্থা লেজেগোবরে। তারা তিন-চার ঘন্টার বেশি বিদ্যুত পাচ্ছেন না। এমনকি কখন বিদ্যুত থাকবে। কখন লোডশেডিং এও জানা যায় না। কারণ কলাপাড়া পল্লী বিদ্যুত সমিতির অভিযোগ কেন্দ্রের সেলফোনটি বিজি পাওয়া যায় লোডশেডিং চলাকালে। বিদ্যুত না থাকায় প্রচন্ড ভ্যাপসা গরমে শিশুসহ নারী ও বয়ষ্ক মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে। গরমে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগব্যাধি বাড়ছে। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংএর কারণে বিদ্যুত নির্ভর ব্যবসা-বাণিজ্য এখন বন্ধের উপক্রম হয়েছে। বিশেষ করে মৎস্য বন্দর মহিপুর, আলীপুরের বরফকল মালিকরা বিদ্যুত বিপর্যয়ে লোকসান গুনছেন। মোম জ্বালিয়ে লেখাপড়া করছে শিক্ষার্থীরা।
×