ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভালুকায় বাস লরি সংঘর্ষে ॥ নিহত ২

প্রকাশিত: ২১:৫৫, ১৯ মে ২০১৭

ভালুকায় বাস লরি সংঘর্ষে ॥ নিহত ২

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার সময় ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের বাঘরাপাড়া নামক স্থানে যাত্রীবাহি বাস ও ট্রাক্টারের (লরি) মাঝে সংঘর্ষে লরির ড্রাইভার ও হেলপারসহ দু’জন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ভালুকাগামী ট্রাক্টারকে (লরি) ঈশ্বরগঞ্জগামী নাবিহা পরিবহণের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে লরিটি ফোরলেন সড়কের মাঝখানে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই লরির হেলপার মাহফুজুর রহমান নিহত হন। নিহত মাহফুজুর রহমান ভালুকা উপজেলার ভান্ডাব গ্রামের শফিকুল ইসলামের পুএ। আহত লরির চালক আনসারুল ইসলামকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লরির চালক গফরগাঁও উপজেলার বারৈল গ্রামের মৃত জহুর আলীর পুএ । আনসারুল ভালুকা সদরে ভাড়া থেকে লরির চালাতেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহবুল আলম জানান,সড়ক দুর্ঘটনায় দুজন রোগি হাসপাতালে নিয়ে আসে। তারা দু’জনই রাস্তায় মারা গেছেন।
×