ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভুল চিকিৎসার অভিযোগে সেন্ট্রাল হাসপাতালের পরিচালক গ্রেফতার

প্রকাশিত: ২০:১৬, ১৯ মে ২০১৭

ভুল চিকিৎসার অভিযোগে সেন্ট্রাল হাসপাতালের পরিচালক গ্রেফতার

অনলাইন রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেন্ট্রাল হাসপাতালের পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করার পর হাসপাতাল পরিচালক এম এ কাসেমকে গ্রেফতার দেখানো হয়, বলে জানিয়েছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর পর ঢাকার সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার আসামিরা হলেন- অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, কাশেম ইউসুফ, ডা. মর্তুজা, লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাতলুবুর রহমান, ডা. মাসুমা পারভীন, ডা. জাহানারা বেগম মোনা, ডা. মাকসুদ পারভীন ও ডা. তপন কুমার বৈরাগী ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এম এ কাশেম। প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাইন চৈতীর মৃত্যুর জন্য সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বুধবার ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও তাকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রীর মৃত্যু হলে তার সতীর্থরা গ্রিন রোডের বেসরকারি হাসপাতালটিতে ভাংচুরও চালিয়েছিল। এরপর রাতে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।
×