ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইপিএল এ নতুন নিয়ম

প্রকাশিত: ১৮:৫৯, ১৯ মে ২০১৭

ইপিএল এ নতুন নিয়ম

অনলাইন ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চালু হতে চলেছে নতুন এক নিয়ম। আগামী মৌসুম থেকে কোনও ফুটবলার ইচ্ছাকৃত ‘ডাইভ’ দিলে দুম্যাচের জন্য বরখাস্ত হবেন তিনি। গতকাল বৃহস্পতিবার ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এফএ জানিয়েছে, আগামী মৌসুমের সবগুলো ম্যাচের ভিডিও দেখা হবে। সেখানে কোন ফুটবলারের ইচ্ছাকৃত ডাইভ দেওয়ার কোনো ঘটনা ধরা পড়লে তাকে শাস্তির আওয়াতায় আনা হবে। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে আরও বলা হয়, ‘রেফারির নজর এড়িয়ে কোনও ফুটবলার পেনাল্টি বক্সে ‘ডাইভ’ দিলে কড়া শাস্তি নেওয়া হবে। ’ তবে এফএ-র এমন সিদ্ধান্তের পরে ঝড় ওঠে ব্রিটিশ ফুটবলমহলে। অনেকের মতে, এফএ ভুল সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ক্রিস্টাল প্যালেস ম্যানেজার স্যাম অ্যালারডাইস বলছেন, ‘এমনও হতে পারে কেউ ডাইভ না দিলেও রেফারি তাকে হলুদ কার্ড দেখাল, তখন কি হবে। এফএ কি তখন শাস্তি দিয়ে বলবে পরের বার আরও সতর্ক থাকব আমরা। এ রকম নিয়মে আরও সমস্যায় পড়বে ফুটবলাররা। এই নিয়ম শুরু করার আগে ভাবা উচিত এফএ-র। ’ অন্যদিকে, বার্নলে ম্যানেজার শন ডাইক এফএ-র এই সিদ্ধন্তকে সাধুবাদ জানিয়ে বলছেন, ‘অযথা ডাইভ দেওয়ার অভিনয় বন্ধ হবে যদি কড়া কোনও শাস্তির ব্যবস্থা করা হয়।
×