ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রত্যেক ভারতবাসীর কাছে আমি ধন্য ॥ ওয়ার্নার

প্রকাশিত: ১৮:১১, ১৯ মে ২০১৭

প্রত্যেক ভারতবাসীর কাছে আমি ধন্য ॥ ওয়ার্নার

অনলাইন ডেস্ক ॥ সেই ফেব্রুয়ারিতে ভারত সফরে এসেছিলেন। শীতের শেষ সময়ে পুণে টেস্ট দিয়ে বিরাটদের সঙ্গে লড়াই শুরু। চার টেস্টের শেষে এপ্রিলের রোদ গায়ে মেখে আবার টি-টোয়েন্টির লড়াই। কমলা জার্সি গায়ে চাপিয়ে আইপিএল মঞ্চ দাপিয়ে বেড়ালেন অজি তারকা ব্যটসম্যান ডেভিড ওয়ার্নার। প্রায় চার মাস ভারিতে কাটিয়ে এবার যে ঘরে ফেরার পালা। তাই দীর্ঘ এই সফর শেষে পরিবারের পক্ষ থেকে ভারতীয়দের ধন্যবাদ জানালেন ওয়ার্নার। বুধবারই এলিমিনেটরে হেরে তাঁর দল হায়দরাবাদ চলতি আইপিএল থেকে বিদায় নিয়েছে। আর এরপরই আবেগ তাড়িত হয়ে অজিদের সহ-অধিনায়ক ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেলন। সেখানে তিনি লিখলেন, ‘‘প্রত্যেক ভারতবাসীর কাছে আমি ধন্য। অসাধারণ একটা সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যাশা মতো ফল করতে না-পারার জন্য। কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টাই করেছি। বাকি দলগুলোর জন্য শুভেচ্ছা রইল। ভক্তদের ধারাবাহিক সমর্থন না-থাকলে আমরা এভাবে খেলতে পারতাম না। ’’ বেঙ্গালুরুতে টেস্ট চলাকালীন সময়ে ওয়ার্নারকে মেয়ের সঙ্গে রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল। মাঠেও স্ত্রী ক্যানডিসকে বারবার মেয়েকে কোলে নিয়ে মাঠে দেখা গেছে। এই সব স্মৃতি নিয়েই নিজ দেশে ফিরে যাবেন ওয়ার্নার। আর এবার দেশে ফিরেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি সারবেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। ২রা জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার মিনি বিশ্বকাপের সফর শুরু হবে।
×