ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গরমে জিন্স টি-শার্ট

প্রকাশিত: ০৬:২৪, ১৯ মে ২০১৭

গরমে জিন্স টি-শার্ট

এসব শার্ট কাটছাঁটে সম্পূর্ণ ভিন্ন খুবই আরামদায়ক এবং স্টাইলিশ তো বটেই। সিনথেটিক কাপড়ের পরিবর্তে শার্ট তৈরিতে এখন ব্যবহৃত হচ্ছে ডেনিম জিন্স। ফ্যাশন সচেতন, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীরা স্কার্ট, জেগিংস বা প্যান্টের সাথে শার্ট পরে থাকে। তবে তা অবশ্যই মানানসই হওয়া চাই। প্যান্টের সাথে যে শার্ট মানাবে তা স্কার্টের সঙ্গে নাও মানাতে পারে। আবার বৈচিত্র্যপূর্ণ ডেনিম-জিন্স প্যান্টের সঙ্গে পরা উচিত লেডিস ক্যাজুয়াল সফট ডেনিম শার্ট কিংবা টি-শার্ট। মেয়েদের শার্টে কিংবা টি-শার্টের ফিটিংটা খুব জরুরী। ফিটিং মানে কিন্তু খুব টাইট না আবার খুব ঢোলাও না, সৌন্দর্যের জন্য ফিটিং শার্ট ব্যবহার করা উচিত প্রত্যেক ফ্যাশন সচেতন তরুণীর। শার্টের সুন্দর ফিটিংয়ের জন্য টেকেন কাটিং প্রিন্সেস কাটিং দেয়া যেতে পারে। কাফ, কলার ইত্যাদির মাপ হতে হবে জুতসই। স্ট্রাইপ বা ছোট চেকও কম জনপ্রিয় নয়। আরামের দিকটা বিবেচনা করলে বাটিক এবং টাইডাইয়ের টি-শার্ট বেশি প্রাধান্য পাচ্ছে। এছাড়া একরঙা ও স্ক্রিনপ্রিন্টের শার্ট তো আছেই! এমব্রয়ডারির নকশাও করা হচ্ছে কোনকোনটিতে। বিভিন্ন ব্র্যান্ড এবং ননব্র্যান্ডের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো মেয়েদের জন্য তৈরি করছে বৈচিত্র্যময় ফরমাল ও ক্যাজুয়াল টি-শার্ট। আর সঙ্গে ডেনিম জিন্স তো আছেই। জিন্স কিংবা ফরমাল প্যান্টের সঙ্গে পরা উচিত ফরমাল শার্ট। আবার বৈচিত্র্যপূর্ণ ডেনিম-জিন্স প্যান্টের সঙ্গে পরা উচিত ক্যাজুয়াল টাইপের টি-শার্ট। সৌন্দর্যের জন্য ফিটিং শার্ট ব্যবহার করা উচিত প্রত্যেক ফ্যাশন সচেতন তরুণীর। অনেক আরামদায়ক এবং সাধ্যের মধ্যে কেনা যায় বলে টি-শার্টের প্রতি মেয়েদের আলাদা আগ্রহ রয়েছে। শুধু ডিজাইন দেখে কিনলেই হবে না, আপনার সঙ্গে টি-শার্টটি মানিয়ে যাচ্ছে কিনা সেটাও দেখে নিন। আপনার সঙ্গে টি-শার্টের যে সাইজ মানিয়ে যায় সেটা পরাই উচিত। ক্যাজুয়াল লুকের জন্যই সবাই টি-শার্ট বেছে নেয়। কিন্তু তারপরও যদি কেউ কিছুটা স্টাইলিশ লুক আনতে চান তবে ভিন্ন কাটের টি-শার্ট পরতে পারেন। স্বাস্থ্যের ধরন বুঝে টি-শার্ট নির্বাচন করুন। কিছুটা ঢোলা টি-শার্টই এখন চলছে। সবচেয়ে বড় কথা হলো, যেই টি-শার্ট পরে আপনি সবচেয়ে আরাম এবং যেই ডিজাইন আপনাকে মানিয়ে যায় সেটাই নির্বাচন করা উচিত। অনেক সময় ভিন্ন ধরনের হাতার মাঝেই স্টাইলের পরিবর্তন বোঝা যায়। আপনি নিজেও স্টাইলে বৈচিত্র্য আনতে ভিন্ন ভিন্ন ধরনের হাতার (লং, হাফ, সিøভ, ফুল) টি-শার্ট কিনতে পারেন। নিজের ওয়ারড্রব দেখলেই বুঝতে পারবেন আপনার পছন্দের ধরন কোনগুলো। অনেক কার্টুন আঁকাসহ টি-শার্ট, হ্যালো কিটি কিংবা পছন্দের সুপারহিরোর ছবিসহ টি-শার্ট কিনতে পারেন। প্রাধান্য দিতে পারেন পছন্দের রঙে। অনেক মেয়েই লাল রঙ খুব পছন্দ করেন। তাদের আলমিরাতেও লাল রঙের পোশাকের আধিক্য দেখা যায়। টি-শার্ট কিনতেও তাই লালের দিকেই চোখ পরে তাদের। তবে কাল, নীল রঙের টি-শার্টে আপনাকে কিছুটা চিকন লাগবে। তবে যদি লাল-কমলা-হলুদের মতো গাড় রং মানিয়ে যায় তবে সেটাই পরা উচিত। গায়ের রঙের ধরন বুঝেও টি-শার্ট বেছে নিতে পারেন। ফলো করতে হবে চলতি ট্রেন্ড। বেশ ঢোলা কিংবা সিøম-কাট টি-শার্টই এখন ট্রেন্ড। আলাদা লুক আনতে ব্যবহার করতে পারেন ব্যাগি টি-শার্টও। ক্লাসিক লুকের টি-শার্টের ধরন বুঝে কিনতে হবে। কেননা এটি আপনি জিন্সের সঙ্গে পরবেন। তাই খেয়াল করতে হবে, সিøভ যেন খুব বেশি নিচে নেমে না থাকে। খুব বেশি নিচের দিকে নেমে থাকা টি-শার্ট বেছে নেয়া উচিত নয়। খেয়াল রাখতে হবে একেবারে ঢোলা কিংবা খুব বেশি সিøম-টাইটও যেন না হয়। যেখানে পাবেন রাজধানীসহ দেশের প্রায় সব শপিং মলেই পাবেন বাহারি এসব শার্ট। ফ্যাশন হাউস আমবার লাইফস্টাইল, একস্ট্যাসি, ক্যাটস আই, ইয়েলো , জেন্টল পার্ক ওমেন, ওয়েস্টেকস, স্মার্টেক্স, ওটু, ফ্রিল্যান্ড, আর্টিস্টি, তানজিম স্ট্রিটসসহ বিভিন্ন ব্র্যান্ডের দোকানে ঘুরে দেখতে পারেন। এছাড়া ব্র্যান্ডগুলোর ফেসবুক পেইজে নিত্যনতুন পোশাকের আপডেট পাবেন। আর যদি নিজের পছন্দসই ইউনিক ডিজাইনের শার্ট পরে সবাইকে তাক লাগাতে চান তাহলে আপনার যেতে হবে আপনার পছন্দসই দর্জি দোকানে। মডেল : চাঁদনি ছবি : নাঈম ইসলাম
×