ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমরা জনগণের চাহিদা অনুযায়ী কাজ করি ॥ আইভী

প্রকাশিত: ০২:৩৭, ১৮ মে ২০১৭

আমরা জনগণের চাহিদা অনুযায়ী কাজ করি ॥ আইভী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী নগরীর বিভিন্ন সমস্যা ও স্থানীয় সরকারের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেছেন, আমরা কিন্তু সীমাবদ্ধতায় থাকি না। আমরা অনেকেই জনগণের চাহিদা অনুযায়ী কাজ করে সাফারারও হই। যেমন একজন মেয়র অনেক কাজ করেছিলেন সীমাবদ্ধতার বাইরে গিয়ে এ জন্য তাকে জেলেও যেতে হয়েছে। তারপরেও আমরা জনগণের কথা ভেবে আমাদের কাজ করে যাচ্ছি। মেয়র আইভী নগরীর হকার সম্পর্কে বলেন, আমি প্রয়োজনে হকারদের জন্য একটি দুটি মাঠ দিয়ে দেব। সপ্তাহে একদিন দুদিন হকাররা এখানে বসবে। আমরা কোন রক্তচক্ষুকে ভয় করতে চাই না। ঈদের আগেই হকার সমস্যার সমাধান করবো, কোন পুলিশ পুলিশ খেলা চলবে না। তিনি বলেন, হকারদের নিয়ে কোন রাজনীতি চলবে না। রমজানের ১ তারিখ পুলিশ তাদের উঠিয়ে দিয়ে আবার ১৫ রোজায় টাকা দিয়ে বসিয়ে দেবে তা হবে না। খাল, সড়ক, হকার, খেলার মাঠ, উন্নত ওয়াকওয়ে সকল সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ব্রাক ইন্সটিটিউট অফ গর্ভন্যান্স এন্ড ডেভেলপমেন্ট এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “নারায়ণগঞ্জ নগরীর ন্যায়সঙ্গত অর্থনৈতিক উন্নয়ণ” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র আইভী এসময় নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরে সিটি গভর্ণমেন্ট গঠনের গুরুত্বারোপ করে সরকারের কাছে তা বাস্তবায়নের দাবি জানান। এর আগে বিভিন্ন প্রকল্পের ধারণা উপস্থাপন করেন সিটিজ এ্যালায়েন্সের এশীয় আঞ্চলিক উপদেষ্টা ড. ধিরাজ অজয় সুরী, পরামর্শক কে রাজিভান। প্রকল্প পরিকল্পনা উপস্থাপন করেন ডা. শাহনেওয়াজ। কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিপিবির জেলার সভাপতি হাফিজুল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজন কাউন্সিলর।
×