ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩ বছরে খেলাপী ঋণ বেড়েছে ০.৩০%

প্রকাশিত: ০০:৫৮, ১৮ মে ২০১৭

৩ বছরে খেলাপী ঋণ বেড়েছে ০.৩০%

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৩ সালে খেলাপী ঋণ বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। ২০১৬ সালে তা বেড়ে ৯ দশমিক ২৩ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ওই ৩ বছরে খেলাপী ঋণের পরিমাণ শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়েছে। এভাবে ক্রমান্বয়ে খেলাপী ঋণ বেড়ে যাওয়া ব্যাংকিং খাতের জন্য হুমকি। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘ট্রেজারি অপারেশনস অব ব্যাংকস ২০১৬’ শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব তথ্য জানান। বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক নেহাল আহমেদ। মূল প্রবন্ধে বলা হয়, ২০১৬ সালে খেলাপী ঋণের পরিমাণ ৯ দশমিক ২৩ শতাংশ; যা আন্তর্জাতিক হিসাবের তুলনায় দ্বিগুণ। পূণঃতফসিল নীতিমালায় ছাড় দেওয়ার কারণে খেলাপী ঋণ ব্যাপক হারে বাড়ছে। এছাড়া আরও কিছু কারণে ব্যাংকিং খাতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে খেলাপী ঋণ। কর্মশালায় বক্তারা বলেন, ব্যাংকিং খাতের দৈন্য দশার মূল কারণ খেলাপী ঋণ। এই ঋণের কারণেই সুদের হার এখনও নাগালের বাইরে। একইসঙ্গে ভালো ঋণ গ্রহীতারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ব্যাংকগুলোকে খেলাপী ঋণ আদায়ে সর্বোচ্চ তদারকি করতে হবে।
×