ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনোয়ারুল হক

জীবন বাঁচাতে মেটাল কনসার্ট

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ মে ২০১৭

জীবন বাঁচাতে মেটাল কনসার্ট

এ মাসের ২৫ তারিখে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মেটাল কনসার্ট ‘এক্সেলশর স্পিরিট’। এ কনসার্টের টিকেট বিক্রির সমস্ত অর্থ ‘হানিফ’ নামক এক অসহায় কিশোরের চিকিৎসা খাতে দান করা হবে। এখনও অনেকের কাছেই অপসংস্কৃতি হিসেবে গণ্য, সেই মেটাল ধাঁচের দশটি ব্যান্ড উক্ত কনসার্টে অংশ নিয়ে গান পরিবেশন করতে যাচ্ছে। একজন অসহায় ভাইয়ের জীবন বাঁচাতে যেসব ব্যান্ড এই মহৎ উদ্যোগের সঙ্গে একাত্ম হয়ে মঞ্চে উঠবে তাদের সবাই দেশের মেটাল শ্রোতাদের কাছে কম-বেশি পরিচিত। ব্যান্ডগুলো হচ্ছে পাওয়ার অফ গ্রাউন্ড, ইনভিকটাস, ইমপেইলড অডিসি টর্চার গোরগ্রাইন্ডার, লাস্ট আর্টিকেল, মরফিয়াস, থমাটার্জ, অর্নেট রুইনজ, এট্রোফাইড, ফেরাল ম্যাসাকার ২৫ মে বৃহস্পতিবার বেলা দুটো থেকে রাত নয়টা পর্যন্ত এই কনসার্ট চলবে চট্টগ্রামের মুসলিম হলে। মেটাল গানের চর্চা যারা করেন তাদের মধ্যে মানবীয় গুণাবলী ও সামাজিক দায়বদ্ধতা থাকে বলেই এমন মানবীয় কারণে তারা এগিয়ে এসেছে। আর এ কনসার্টের আয়োজন করেছে বিবেক ফাউন্ডেশন। অর্থায়নে গোর ড্রাংক নামক একটি প্রতিষ্ঠানও তাদের সঙ্গে যুক্ত হয়েছে। সাউন্ড সিস্টেম স্পন্সর করেছেন মো. ফয়সাল। হানিফ- যার একটি কিডনি অকেজো হয়ে গেছে ও আরেকটি কিনডির পঞ্চাশ ভাগ নষ্ট। সে চট্টগ্রামের পোর্ট কলোনির তেরো নম্বর সড়ক সংলগ্ন কবরস্থানের পাশে একটি ঘরে থাকে। জন্মের পর পর মাকে হারিয়েছিল সে। অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নের সুযোগ হয় তার। তখনও তার বাবা জীবিত ছিলেন, গরুর দুগ্ধ বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু সবকিছু প্রতিকূলে যাওয়া শুরু হয় তার বাবার মৃত্যুর পর। আর তার অসুস্থতা ধরা পড়ার পর তাদের গরুও বিক্রি করে দিয়ে চিকিৎসা শুরু করতে হয়। বর্তমানে তার সৎ মায়ের সামান্য আয়ের ওপর নির্ভর করে তাদের পক্ষে কিডনি প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব নয়। বিবেক ফাউন্ডেশন হানিফের এই দুর্দশার কথা জানতে পেরে তার সাহায্যার্থে একটি কনসার্টের পরিকল্পনা করে। মাসখানেক অনেকের সঙ্গে যোগাযোগ করা শুরু হয় তাদের। তারা জনপ্রিয় অনেক মেইন্সট্রিম ব্যান্ডের সঙ্গে প্রথমে যোগাযোগ করে। কিন্তু যোগাযোগের পর তারা বুঝতে পারে মেইনস্ট্রিম সে সব ব্যান্ডের কেউ চ্যারিটি কনসার্ট শুনেও তাদের সম্মানীর ব্যাপারে ছাড় দিতে আগ্রহী নয়। তখন তারা হিসাব মিলিয়ে দেখে যে মেইনস্ট্রিম সে সব ব্যান্ড নিয়ে কনসার্টের আয়োজন করতে গেলে তাদের যে পরিমাণ অর্থায়ন লাগবে তা কনসার্টের টিকেট বিক্রি করে ওঠানো সম্ভব নয়। হানিফকে সাহায্য করা তখন দুরূহ হয়ে উঠবে। তাই প্রথমে তারা দমে যায়। কনসার্ট করার সিদ্ধান্ত প্রায় বাতিল করতে করতেও শেষে তাদের সহযোগিতা করে দেশের আন্ডারগ্রাউন্ড সঙ্গীতের সঙ্গে যুক্ত কিছু নিবেদিতপ্রাণ তরুণ। ওল্ড সার্পেন্ট ডিস্ট্রোর অনিক নন্দী, কবর-এক্সট্রিম মেটাল প্রোমোশন এর জোহেব মাহমুদ বিবেক ফাউন্ডেশনকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে। এরপর পরিকল্পনা করা হয় শুধু আন্ডারগ্রাউন্ড কিছু মেটাল ব্যান্ড নিয়েই একটি কনসার্ট আয়োজনের। যেসব ব্যান্ড এমন মানবীয় একটি কারণে এগিয়ে আসতে আগ্রহী তাদের মধ্যে থেকে দশটি ব্যান্ড রাখা হয়েছে যাদের মধ্যে আছে ডেথ মেটাল, ব্রুটাল ডেথ মেটাল, ডেথকোর, টেকনিক্যাল ডেথ মেটাল, সø্যামিং গাটারাল গোরগ্রাইন্ড ডেথ মেটাল, এক্সট্রিম মেটাল ও থ্রাশ মেটাল ঘরানার ব্যান্ড। আপনি যদি মেটাল গানের ভক্ত হয়ে থাকেন, বিশেষ করে ডেথ মেটাল ও থ্রাশ মেটালের, তবে ‘এক্সেলশর স্পিরিট’ শীর্ষক এই কনসার্টে যোগ দিতে পারেন। সম্প্রতি ব্রাজিল থেকে আগত ক্রিসিউন ও নার্ভোকেওসের কনসার্ট বাতিলের মধ্য দিয়ে মেটালভক্তরা যেমন খুব হতাশ হয়েছে, এখন সবার উচিত এই কনসার্টকে সফল হতে সাহায্য করা। চট্টগ্রামে না যেতে পারলে দূর থেকেই না হয় একজন অসহায় অসুস্থ হানিফকে বাঁচানোর জন্য বিকাশের মাধ্যমে একটা টিকেট ক্রয় করলেন। বিবেক ফাউন্ডেশনের ফেসবুক পেজে গিয়ে এ কনসার্ট ও হানিফ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আশা করি চট্টগ্রামের এই মেটাল কনসার্ট সফলভাবে সম্পন্ন হবে। আর সাধারণ মানুষও জানবে যে মেটাল গানের চর্চাকারীদেরও মানবিকতা আছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো তারা দায়িত্ববান।
×