ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাগলা ঘোড়া থামান

প্রকাশিত: ০৩:৪২, ১৮ মে ২০১৭

পাগলা ঘোড়া থামান

মজুদদারদের অভিনব সব কারসাজি এবং অসাধু ব্যবসায়ীদের চরম অমনবিক ভূমিকার খেসারত হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পাগলা ঘোড়ার মতো ধরাছোঁয়ার বাইরে চলে যায় প্রতিনিয়ত। তবে সংযমের মাস পবিত্র রমজানে তার ভয়াবহ রূপটাই ফুটে ওঠে দেশের খেটে খাওয়া দরিদ্র মানুষগুলোর সামনে। যাদের নুন আনতে পান্তা ফুরোয়, বাংলাদেশে রমজান মাসের দ্রব্যমূল্য তাদের চোখে সর্ষে ফুলই ফোটায়। কৃত্রিম সঙ্কট সৃষ্টির মাধ্যমে যারা এহেন পরিস্থিতি সৃষ্টি করে, তারা না ধার্মিক, না মানুষ। এদের মানুষ এবং ধার্মিকে পরিণত করা গেলেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হওয়া থেকে রেহাই পান দেশের নিরীহ মানুষ। পবিত্র মাসকে কেন্দ্র করে যারা অপব্যবসার ফাঁদ পাতে, এই অধার্মিক কুলাঙ্গারদের সার্বিকভাবে নিরাশ করা এবং কঠোর শাস্তির মুখোমুখি করা গেলেই মানুষের কপাল থেকে দুশ্চিন্তার ভাঁজ দুরীভূত হয়। মানুষের দরিদ্রতা এবং অর্থের জোগানহীনতাকে পুঁজি করে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার ধান্ধায় থাকে, সেসব পিশাচদের কঠোর শাস্তির মুখোমুখি করার কার্যকর বিধান থাকা জরুরী। এই নরপিশাচদের নিবৃত্ত করতে হবে, কঠোরভাবে দমন করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণের নাগালে রাখতে হবে। নিরীহ দিনমজুর ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে সরকারের কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই। মীরসরাই, চট্টগ্রাম থেকে
×