ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমজানে নতুন সময় সূচিতে চলবে ব্যাংক

প্রকাশিত: ০১:৪৫, ১৭ মে ২০১৭

রমজানে নতুন সময় সূচিতে চলবে ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন সময় অনুযায়ী রমজানে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলো পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজান ছাড়া বছরের অন্যান্য কার্যদিবসে ব্যাংকারদের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। প্রতিবছরই রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ সময়ের মতো পবিত্র রমজান মাসেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আর রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন হবে আড়াইটা পর্যন্ত। আর বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকলেও বর্তমানের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কাজ অব্যাহত রাখতে হবে। রমজান মাস শেষ হলে বর্তমান নিয়মে অফিস ও লেনদেন হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
×