ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তৃতীয় প্রান্তিকে মূল্যষ্ফীতি কমেছে

প্রকাশিত: ০২:০৩, ১৬ মে ২০১৭

তৃতীয় প্রান্তিকে মূল্যষ্ফীতি কমেছে

স্টাফ রিপোর্টার ॥ প্রথা ভেঙে প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে দেখা গেছে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সার্বিকভাবে মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের হিসাবে, তৃতীয় প্রান্তিকে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ২৮ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ ২০১৬ সালের জানুয়ারি-মার্চ সময়ে যে পণ্য বা সেবার জন্য ১০০ টাকা খরচ করতে হত, ২০১৭ সালের জানুয়ারি-মার্চ সময়ে সে পণ্য বা সেবার জন্য ১০৫ টাকা ৭৮ পয়সা খরচ করতে হয়েছে। মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মূল্যস্ফীতির মাসিক থেকে ত্রৈমাসিক হিসাবে রূপান্তরের কারণ ব্যাখ্যা করে পরিকল্পনামন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশই প্রান্তিক ভিত্তিতে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটি আরও বেশি প্রাসঙ্গিক ও যৌক্তিক। কারন প্রতিমাসের ডাটা যথাসময়ে পাওয়া সম্ভব হয় না। তা ছাড়া তাড়াহুড়া করে ডাটা সংগ্রহ করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা ত্রৈমাসিক ভিত্তিতে করার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমার নিজের স্বস্তির জন্যই এটা করছি। এর আগে মাসিক হিসাবে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ৫ দশমিক ৩১ শতাংশ, যা জানুয়ারিতে ছিল ৫ দশমিক ১৫ শতাংশ। পরে মার্চ ও এপ্রিল মাসের মূল্যস্ফীতির তথ্য আলাদা করে প্রকাশ করা হয়নি। এতোদিন মাসিক ভিত্তিতে ভাক্তা মূল্য সূচক প্রকাশ করা হলেও চলতি অর্থবছর থেকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে বলে বিবিএসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে কোন কোন পণ্যের দাম আগের তিন মাসের তুলনায় বেড়েছে তার একটি তালিকা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এর মধ্যে খাদ্য খাতে রয়েছে- চাল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, টেংরা মাছ, গরুর মাংস, খাসির মাংস, কাঁচা মরিচ, সয়াবিন তেল, চা-পাতা ও দুধ। আর খাদ্যবহির্ভূত পণ্যের মধ্যে পরনের কাপড়, জ্বালানি ও আলো, বাড়ি ভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালী, চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বেড়েছে বলে জানানো হয়েছে। ভোক্তা মূল্য সূচক (সিপিআই) তথ্য বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতি কমলেও গ্রাম পর্যায়ে বেড়েছে। জানুয়ারি-মার্চ সময়ে গ্রাম পর্যায়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ০৮ শতাংশ, যা আগের একই সময়ে ৪ দশমিক ৯৫ শতাংশ ছিল। আর শহর পর্যায়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৫ শতাংশ, যা আগের একই সময়ে ছিল ৭ দশমিক ৩৪ শতাংশ।
×