ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাটের মোড়ক ব্যবহার না করলে ঋণ নয় ॥ বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৩:১০, ১৫ মে ২০১৭

পাটের মোড়ক ব্যবহার না করলে ঋণ নয় ॥ বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধান, চালসহ নির্ধারিত কিছু পণ্য বাজারজাত করতে পাটজাত মোড়ক ব্যবহার না করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ব্যাংক ঋণ পাবেন না। এ শর্ত আরোপ করে লিখিতভাবে গ্রাহকদের বিষয়টি অবহিত করার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, গত ৯ এপ্রিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। আইন বাস্তবায়নে সভায় ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উৎপাদনকারী ও সরবরাহকারী ব্যবসায়ীদের ব্যাংক ঋণ প্রদান, নবায়ন ও বিতরণকালে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করার শর্তারোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, ধান, চালসহ নির্ধারিত কিছু পণ্য বাজারজাত করতে পাটজাত মোড়ক ব্যবহার না করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ব্যাংক ঋণ পাবেন না। এ শর্ত আরোপ করে লিখিতভাবে গ্রাহকদের বিষয়টি অবহিত করার জন্য দেশের কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনা যথাযথভাবে পরিপালন নিশ্চিতকল্পে ষান্মাষিক ভিত্তিতে (৩১ ডিসেম্বর ও ৩০ জুন ভিত্তিক সংযোজিত ফরমেট-এ (সংযোজনী-ক) বর্ণিত তথ্যাদি প্রতি ষান্মাষিক ভিত্তিতে পরবর্তী মাসের ১৫ তারিখের মধে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যাংকে পরিদর্শন বিভাগে রিপোর্ট করতে হবে।
×