ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিরোধীমতের লোকজনকে নিষ্ঠুরভাবে দমন করছে সরকার: খালেদা জিয়া

প্রকাশিত: ০২:২৩, ১৩ মে ২০১৭

বিরোধীমতের লোকজনকে নিষ্ঠুরভাবে দমন করছে সরকার: খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস, ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে খর্ব ও বিরোধীমতের লোকজনকে নিষ্ঠুরভাবে দমন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার বিকেলে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের ভবিষ্যত’ শীর্ষক সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, শিক্ষার সকল উদ্দেশ্য আজ ভুলুন্ঠিত। সুশাসন, আইনের শাসন আজ নেই বললেই চলে। প্রতিহিংসার বশবর্তী হয়ে ক্ষমতাসীন সরকার সকল বিরোধী মতকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠেছে। এ অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনব, প্রতিষ্ঠা করব মানুষের অধিকার। আমরা জানি এ লড়াই কঠিন লড়াই। কিন্তু যে জাতি লড়াই করে স্বাধীন হয়েছে তাদের কাছে এ লড়াই কোন কঠিন লড়াই নয়। বিএনপি চেয়ারপার্সন বলেন, একজন মানুষের পরিপূর্ণ জীবন লাভের পূর্বশর্ত হচ্ছে শিক্ষা। শিক্ষা থাকলেই মানুষ সকল দুর্যোগ, দুর্ভোগের মোকাবেলা করতে পারে। তিনি বলেন, আমাদের দেশে দুর্ভিক্ষ, মহামারী ও প্রাকৃতিক দুর্যোগে লেখাপড়া জানা মানুষের চেয়ে লেখাপড়া না জানা মানুষ বেশি ক্ষতিগ্রস্থ হয়। আমাদের মনে রাখা প্রয়োজন, শিক্ষা মানুষকে শুধু হাতেকলমে পড়তে, লিখতে ও অংক করতেই শিখায় না। খালেদা জিয়া বলেন, শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, শিক্ষা মানুষকে মর্যাদা দেয়। এই মর্যাদার জন্যই মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের সংগ্রামে লিপ্ত হয়। মর্যাদাবিহীন মানুষ সবসময় সমাজে উপেক্ষিত থাকে। আমাদের সমাজে এই উপেক্ষার হার অনেক বেশি। একারণেই সকলের কাছে গ্রহণযোগ্য একটি জীবনভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যা দেশের মানুষকে আন্তর্জাতিক পরিমন্ডলে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে। একথা আজ স্বীকার করতে হবে যে, আত্মতুষ্টির কারণে পাসের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। এই অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে, আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব।
×