ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদের পর জাপার নিবাচর্নী ইস্তেহার : বাবলা

প্রকাশিত: ০১:১০, ১৩ মে ২০১৭

ঈদের পর জাপার নিবাচর্নী ইস্তেহার : বাবলা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ঈদের পর জাতীয় পার্টি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন। এবারের জাপার ইস্তেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বিশেষ আইন প্রণয়নের বিষয়টি উল্লেখ থাকবে। এছাড়া নির্বাচনী ব্যাবস্থার আমূল সংস্কার, প্রাদেশিক ব্যাবস্থা প্রবর্তনসহ ক্ষমতায় গেলে মানুষের কল্যানে যা যা করা প্রয়োজন সেসব বিষয় মাথায় রেখেই ইস্তেহার প্রণয়নের কাজ চলছে। শনিবার নিজ নিবাচর্নী এলাকা শ্যামপুর কদমতলির বিভিন্ন মন্দির ও হিন্দু ধর্মীয় সংগঠনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানকালে বাবলা একথা বলেন। এই সময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগরে গণসংযোগ সম্পাদক ডি.কে সমির, গোপাল দাশ, চিত্তরঞ্জন কর, নন্দন দাশ, সুনীল দাশ, ইন্দ্রজিৎ দাশ, নির্মল খাসখেল, কিশোর দাশ, অজয় সরকার টিটু, বিমল ডোম সহস্থানীয় হিন্দু নেতৃবৃন্দ। এই সময় বাবলা আরো বলেন, পল্লীবন্ধুর নেতৃত্বে জাতীয় পার্টি সম্মিলিত জাতীয় জোট গঠন করেছে। এই জোটের মাধ্যমে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। নির্বাচনে আগে সময়ের দাবিতে আমরা বড় কোনো দলের সঙ্গে ঐক্য করেও নির্বাচনে যেতে পারি। তবে যে দলের সঙ্গেই জোট করি না কেন, সেই দলকে হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। একই সঙ্গে যে দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানবে না,স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক করবে সেই দলের সঙ্গে জাতীয় পার্টির কোনো ঐক্য হবে না।
×