ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শহুরে বর্জ্য ব্যবস্থাপনায় সুইডেন সহায়তা করতে আগ্রহী

প্রকাশিত: ০১:০৯, ১৩ মে ২০১৭

শহুরে বর্জ্য ব্যবস্থাপনায় সুইডেন সহায়তা করতে আগ্রহী

স্টাফ রিপোর্টার ॥ নবায়ণযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে এক যোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সুইডেন। সরকার অনেক দিন থেকেই শহুরে বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে দেশে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য নানা কর্মসূচি গ্রহণ করার কাজ শুরু হলেও সফল হয়নি। বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদনে কয়েক দফা প্রকল্প গ্রহণ করলেও শেষ পর্যন্ত তা বাতিল করতে হয়েছে। এক্ষেত্রে উন্নত দেশের বর্জ্য ব্যবস্থাপনার মডেল অনুসরনের চিন্তা করা হচ্ছে। সম্প্রতি বিদ্যুত জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নেতৃত্বে একটি কমিটি এ জন্য সুইডেন সফর করছেন। একজন সিটি মেয়রসহ এই সফরে বিদ্যুত বিভাগের কর্মকর্তারা রয়েছেন। নয় সদস্যের প্রতিনিধি দলটি শুক্রবার সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুইডেনের নীতি সমন্বয়ক ও জ্বালানি মন্ত্রী ইব্রাহিম বেল্যানের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে সুইডেনের নীতি সমন্বয়ক ও জ্বালানি মন্ত্রী ইব্রাহিম বেল্যান বলেন, নবায়ণযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনার আমরা একসঙ্গে কাজ করতে পারি। তিনি বাংলাদেশিদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে আশ্বাস দিয়ে বলেন, সম্ভাবনাময় ক্ষেত্রগুলো পারষ্পরিক আলোচনার মাধ্যমে বের করতে হবে। সুইডেন এখাতে বাংলাদেশকে আর্থিক সহায়তাও করতে পারে বলে জানান বেল্যান। বৈঠকে নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুতে সুইডেনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে চায়। জনপ্রতি বেশি বিদ্যুত ব্যবহার করলেও কম কার্বন নিঃসরণ, বিদ্যুত কেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠানসমূহের সহাবস্থানের প্রসংশা করে প্রতিমন্ত্রি সুইডেনের এ মডেলও অনুসরণ করার আগ্রহ ব্যক্ত করেন। এ সময় সঞ্চালন ব্যবস্থা, বিতরণ ব্যবস্থা, বিদ্যুতের চাহিদা ও যোগান, নাবায়ণযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুত, সাশ্রয়ী জ্বালানি, লোড ব্যবস্থা, স্মার্ট গ্রীড ও মিটার, বিদ্যুত কেন্দ্রর রক্ষণাবেক্ষন, সার্বিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী মানবসম্পদ উন্নয়নে সুইডেনের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাত বিনিয়োগের জন্য বিপুল সম্ভাবনাময় একটি খাত। নরডিক অঞ্চলের বিনিয়োগ বাড়াতে সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় অন্যান্যের মাঝে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী,পাওয়ারসেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, স্রেডার সদস্য সিদ্দিক যোবায়ের, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুণি, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব. শহীদ সারওয়ার, ও বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত যোহান ফ্রিসেল উপস্থিত ছিলেন।
×