ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষা খাতে জিডিপির ৫ ভাগ ব্যয় করতে হবে ॥ এমাজউদ্দিন

প্রকাশিত: ০০:২১, ১৩ মে ২০১৭

শিক্ষা খাতে জিডিপির ৫ ভাগ ব্যয় করতে হবে ॥ এমাজউদ্দিন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় আয়ের (জিডিপি) অন্তত ৫ ভাগ শিক্ষখাতে ব্যায় করতে না পারলে একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতী গঠন করা সম্বব হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, জাতীয় স্বাধীনতার ৪৭ বছরেও আমরা তা পারিনি। তবে আগামীতে আমাদের তা করে দেখাতে হবে। শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের ভবিষ্যত’ শীর্ষক সেমিনারের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরিবর্তনের জন্য শিক্ষা স্লোগান ধারণ করে এ সেমিনারে ৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এর মধ্যে উদ্বোধনী অধিবেশনে ২টি ও দ্বিতীয় অধিবেশনে ২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম অধিবেশনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ওপর প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও শাহ শামীম আহমেদ। আর দ্বিতীয় অধিবেশনে শিক্ষার বিভিন্ন ধারার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান খান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিলারা চৌধুরী। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এ অধিবেশনে প্রধান অতিথি থাকার কথা ছিল সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি অসুস্থতার কারণে সেমিনারে না আসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদকে প্রধান অতিথি করা হয়। এ অধিবেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য রাখেন।
×