ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপযুক্ত কনের খোঁজে মরিয়া ফেরো দ্বীপপূঞ্জ

প্রকাশিত: ১৯:২০, ৯ মে ২০১৭

উপযুক্ত কনের খোঁজে মরিয়া ফেরো দ্বীপপূঞ্জ

অনলাইন ডেস্ক ॥ ইউরোপের দেশ ডেনমার্ক রাজ্যের অধীন হলেও ফেরো দ্বীপপূঞ্জ স্বায়ত্তশাসিত। গত কয়েকবছর ধরেই অদ্ভূত এক সমস্যায় ভুগছে ১৮টি দ্বীপের সমন্বয়ে গঠিন এ অঞ্চলটি। এখানে পুরুষের তুলনায় নারী অনেক কম। ফলে বিয়ের করার জন্য উপযুক্ত পাত্রী মেলা বেশ কঠিন হয়ে পড়েছে। ফেরোতে জনসংখ্যা প্রায় ৫০ হাজার। প্রতিবছর পড়াশুনা ও ক্যারিয়ার গড়তে অনেক তরুণ-তরুণী দ্বীপ ছেড়ে যাচ্ছেন কিন্তু ফিরে আসছেন না। ফলে জনসংখ্যা যেমন কমছে তেমনি কমছে নারীর সংখ্যাও। দ্বীপপূঞ্জটির প্রধানমন্ত্রী অ্যাক্সেল জোহানেসেনের মতে, পুরুষের তুলনায় দুই হাজার নারী কম। ফলে বিয়ের করার জন্য ফেরোর বিবাহযোগ্য পুরুষরা তাদের কনে খুঁজতে ঝুঁকছেন এশিয়ার দিকে। ফিলিপাইন-থাইল্যান্ড থেকেই অনেক নারী বউ হয়ে যাচ্ছেন ফেরোতে। কিন্তু সেখানে গিয়ে তারা প্রায় গৃহবন্দী হয়ে পড়ছেন। নতুন ভাষা, সংস্কৃতি, জীবনযাপনের ধরনে ভিন্নতা, নারীর সংখ্যা কম হওয়ায় বেশিরভাগ সময়ে তাদের ঝামেলায় পড়তে হয়। তারপরও মানিয়ে নিচ্ছেন তারা। তাদের হাত ধরে এশীয় অঞ্চলের অনেক নারীই ফেরোতে স্থায়ী হচ্ছেন।
×