ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই সাক্ষীর জবানবন্দী

চট্টগ্রামে শেখ হাসিনার গাড়িবহরে হামলার নির্দেশ দেন রকিবুল হুদা

প্রকাশিত: ০৫:৩১, ১ মে ২০১৭

 চট্টগ্রামে শেখ হাসিনার  গাড়িবহরে হামলার নির্দেশ দেন রকিবুল হুদা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের লালদীঘি মাঠে তৎকালীন আটদলীয় জোটনেত্রী শেখ হাসিনার জনসভায় গুলি চালাবার নির্দেশ দিয়েছিলেন তখনকার সিএমপি কমিশনার মির্জা রকিবুল হুদা। আলোচিত এ মামলার দুই সাক্ষী রবিবার দেয়া তাদের জবানবন্দীতে এ বক্তব্য দেন। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মোহাম্মদ রুহুল আমিনের আদালতে এ সাক্ষ্য গৃহীত হয়। বিচারক আগামী ৩ জুলাই সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন। আদালত সূত্রে জানা যায়, রবিবার যে দুই সাক্ষী সাক্ষ্য প্রদান করেন তারা হলেন- অশোক বিশ্বাস এবং আবু সৈয়দ। এর মধ্যে অশোক বিশ্বাসের ভাই চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র স্বপন বিশ্বাস ওই জনসভায় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। আর কবিরহাট ডিগ্রী কলেজের শিক্ষক মোঃ আবু সৈয়দ পুলিশের পিটুনির শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন। জবানবন্দীতে তারা জানান, তৎকালীন সিএমপি কমিশনার রকিবুল হুদার নির্দেশেই জনসভায় যোগ দিতে আসা শেখ হাসিনার গাড়িবহরে গুলিবর্ষণ করে পুলিশ বাহিনী। উল্লেখ্য, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি মাঠে ছিল এরশাদবিরোধী আন্দোলনরত আওয়ামী লীগের নেতৃত্বাধীন আটদলীয় জোটের জনসভা। দুপুর থেকেই চারদিক থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের খ- খ- মিছিলে পুরো মাঠ জনসমুদ্রে রূপ নিতে থাকে। শেখ হাসিনার গাড়িবহর লালদীঘি মাঠে আসার সময় শুরু হয় পুলিশের এলোপাতাড়ি গুলি। এতে নিহত হন, ২৪ জন এবং আহত হন দুই শতাধিক। সেদিন যারা প্রাণ হারিয়েছিলেন তারা হলেনÑ মহিউদ্দিন শামীম, হাসান মুরাদ, স্বপন বিশ্বাস, এথলেবারট গোমেজ, অজিত সরকার, স্বপন চৌধুরী, রমেশ বৈদ্য, বদরুল আলম, ডিকে চৌধুরী, আবদুল মান্নান, সাজ্জাদ হোসেন, কামাল হোসেন, সবুজ হোসেন, ভিকে দাশ, পংকজ বৈদ্য, বাহার উদ্দিন, চান্দ মিয়া, মশর দত্ত, হাশেম মিয়া, পলাশ দত্ত, মোঃ কাশেম, গোবিন্দা দাশ, মোঃ শাহাদাত এবং আবদুল কুদ্দুস। হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯২ সালের ৫ মার্চ তৎকালীন সিএমপি কমিশনার মির্জা রকিবুল হুদাকে প্রধান আসামি করে আদালতে একটি মামলা করেন আইনজীবী (বর্তমানে প্রয়াত) শহিদুল হুদা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ মামলা পুনরুজ্জীবিত হয়। এ পর্যন্ত দুদফায় মামলাটির চার্জশীট দাখিল হয়েছে। সর্বশেষ ১৯৯৮ সালের ৩ নবেম্বর অধিকতর তদন্তের চার্জশীটে অভিযুক্ত করা হয় ৮ পুলিশ সদস্যকে। তারা হলেন, সিএমপি কমিশনার রকিবুল হুদা, কোতোয়ালি জোনের তৎকালীন পেট্রোল অফিসার জে সি ম-ল, কনস্টেবল আবদুস সালাম, মুশফিকুর রহমান, প্রদীপ বড়–য়া, বশির উদ্দিন, মোঃ আবদুল্লাহ এবং মোঃ মমতাজ উদ্দিন।
×