ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্ত্রীর অসুস্থতায় ফিরে আসলেন মাশরাফি

প্রকাশিত: ০৪:১২, ১ মে ২০১৭

স্ত্রীর অসুস্থতায় ফিরে আসলেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রবিবার রাতে দেশে ফিরে এসেছেন তিনি। কেন ফিরলেন? প্রশ্ন উঠতেই পারে। আশঙ্কাও দেখা দিতে পারে, ইনজুরি না তো? না এমন কোন ঘটনাই না। স্ত্রী অসুস্থ। তার কাছে থাকতেই মাশরাফি দেশে ফিরেছেন। আজ সাসেক্সে ডিউক অব নোরফকের বিপক্ষে ইংল্যান্ড সফরের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে তাই স্বাভাবিকভাবেই থাকতে পারছেন না মাশরাফি। বাংলাদেশ ক্রিকেট দল সূত্রে যতদূর জানা গেছে, শনিবার রাতেই ইংল্যান্ড থেকে রওনা দিয়েছেন মাশরাফি। মাঝখানে দুবাইয়ে বিরতি দিয়ে রবিবার রাতে দেশে ফেরেন তিনি। স্ত্রী’র অসুস্থতার কারণেই তার দেশে ফিরে আসা। তবে অসুস্থতা ঠিক হয়ে গেলেই আবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন মাশরাফি। চার শ’ মিলিয়নকেও কম বলছে ভারত স্পোর্টস রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন আর্থিক বণ্টনের হিসেবে ভারতের পাওয়ার কথা ২৯৩ মিলিয়ন মার্কিন ডলার। ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) কিছুতেই সেটি মেনে না নেয়ায় আইসিসি আরও বাড়তি ১০০ মিলিয়ন দিতে চেয়েছে, সবমিলিয়ে অঙ্কটা প্রায় ৪০০ মিলিয়ন ডলারের। এটিকেও কম মনে করছে ভারত। অনেকটা যুক্তি দেখিয়ে বিসিসিআই’র ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ চৌধুরী বলেন, ‘আইসিসির ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবটা আমাদের প্রত্যাশিত অঙ্কের চেয়ে অনেক কম। মনে রাখতে হবে বিশ্ব ক্রিকেটের আয়ে ভারতের বাজারের অবদান ৭০%। এখন আমরা যে ৪৫০ মিলিয়নের কথা বলছি, সে অর্থে সেটিও খুব বেশি নয়। যুক্তিসঙ্গত কারণে সিংহভাগ লভ্যাংশ ভারতেরই প্রাপ্য।’ আইসিসির সভায় অবশ্য এমন প্রস্তাবে ৯-১ ভোটে হেরে যায় বিসিসিআই। তবু অনড় ভারত এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেনি। এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। বিষয়টি নিয়ে সিদ্ধান্তের জন্য আগামী ৭ মে বিশেষ সভা ডেকেছে বিসিসিআই। ভারত ভালভাবেই জানে, তারা দল না পাঠালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাভের মুখ দেখবে না আইসিসি। কেননা বেশিরভাগ স্পন্সর প্রতিষ্ঠান দেশটির দখলে। টিভি স্বত্ব থেকেও বেশি বেশি আয় হবে না আইসিসির। এই কারণে আইসিসিকে রীতিমতো চেপে ধরেছে বিসিসিআই। লাভের অঙ্কটা ৪৫০ মিলিয়ন ডলার হলেই ইংল্যান্ডে অনুষ্ঠিত এই আসরে খেলতে রাজি তারা। আর এমনটি না হলে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে পারে ভারত।
×