ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১০ বছর পর সান্ডারল্যান্ডের অবনমন

ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিল সোয়ানসি

প্রকাশিত: ০৪:১১, ১ মে ২০১৭

ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিল সোয়ানসি

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও সমর্থকদের হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার নিজেদের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে জোশে মরিনহোর দল ১-১ গোলে ড্র করেছে সোয়ানসি সিটির সঙ্গে। এর ফলে শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লীগ শেষ করাটা এখন হুমকির মুখে পড়ে গেছে। তবে সোয়াসি সিটির বিপক্ষে এদিন প্রথমে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান ওয়েন রুনি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে জিলফি সিগুর্ডসেনের গোলেই সমতায় ফিরে সোয়ানসি সিটি। এরপর আর কোন দল গোল করতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করার সৌজন্যে লীগে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখছে সোয়ানসি সিটি। তবে শনিবার বোর্নমাউথের কাছে ১-০ গোলে হারের পরই রেলিগেশন নিশ্চিত হয়ে গেছে সান্ডারল্যান্ডের। দীর্ঘ ১০ বছর ইংলিশ প্রিমিয়ার লীগে থাকার পর আবারও চ্যাম্পিয়নশিপ লীগে নেমে গেল সান্ডারল্যান্ড। গত বছরের জুলাইয়ে সান্ডারল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ পান ডেভিড মোয়েস। কিন্তু তারপরও ভাগ্য বদলাতে পারেননি সান্ডারল্যান্ডের। চলতি মৌসুমে ৩৪ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র পাঁচটিতে। বাকি ছয় ম্যাচে ড্র করার সৌজন্যে তাদের সংগ্রহে মাত্র ২১ পয়েন্ট। অবস্থান প্রিমিয়ার লীগের তলানিতে। গত দশ বছরে রেকর্ড ৮৯০ দিন রেলিগেশন অঞ্চলে কাটানোর পর শনিবার প্রিমিয়ার লীগ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের। ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের শেষ ১৩ ম্যাচের ১১টিতেই প্রতিপক্ষের জালে কোন গোল করতে পারেনি সান্ডারল্যান্ড। আর এবারের আসরে মোট ১৮ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি তারা। যে কারণেই চ্যাম্পিয়নশিপ লীগে অবনমন হলো তাদের। এতে চরম হতাশ ক্লাবটির কোচ ডেভিড মোয়েস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা সকলেই খুব হতাশ। বিশেষ করে ক্লাবের সমর্থকদের জন্য অনেক বেশি খারাপ লাগছে। দলের এমন অবস্থার জন্য আমরা সকলেই সমানভাবে দায়ী।’ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। তবে এবার তারাও বাজে সময় পার করছে। এই মুহূর্তে লীগ টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে তারা। শিরোপা জয়ের লক্ষ্যে দারুণভাবেই এগিয়ে যাচ্ছে চেলসি। ৩৩ ম্যাচ থেকে ৭৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান ব্লুজদের। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে টটেনহ্যাম হটস্পার। লিভারপুল ও ম্যানচেস্টারের দুই জায়ান্ট ক্লাব ম্যানইউ এবং ম্যানচেস্টার সিটির লড়াই এখন শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লীগে খেলার টিকেট নিশ্চিত করার।
×