ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বার্সিলোনা, রিয়ালের প্রত্যাশিত জয়

প্রকাশিত: ০৪:১১, ১ মে ২০১৭

বার্সিলোনা, রিয়ালের প্রত্যাশিত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় প্রত্যাশিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। শনিবার রাতে নিজ নিজ ম্যাচ জিতেছে শিরোপা প্রত্যাাশী দল দু’টি। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। আর এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক এস্পানিওলকে ৩-০ গোলে হারিয়েছে বার্সিলোনা। গ্যালাক্টিকোদের হয়ে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মার্সেলো। ম্যাচটি পয়েন্ট হারাতে চলেছিল রিয়াল। কিন্তু শেষদিকে মার্সেলো আরেকবার দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন। ম্যাচে রোনাল্ডো গোল করলেও একটি পেনাল্টি মিস করেন। তার স্পট কিক রুখে দেন ভ্যালেন্সিয়ার ব্রাজিলিয়ান গোলরক্ষক দিয়াগো আলভেস। এ নিয়ে আলভেসের সামনে চারবার পেনাল্টি নিয়ে তিনবারই মিস করলেন সি আর সেভেন। সবমিলিয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি সেভ করার রেকর্ড গড়েছেন আলভেস। সবমিলিয়ে তিনি ২২টি পেনাল্টি সেভ করেছেন। পেনাল্টি মিস করলেও এক গোল করে রেকর্ড গড়েছেন রোনাল্ডো। ইউরোপের শীর্ষ ছয় লীগ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন রিয়ালের পর্তুগীজ তারকার। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ মিলিয়ে এখন রোনাল্ডোর গোল ৩৬৭টি। পরশুর গোলে পেছনে পড়ে গেলেন জিমি গ্রিভস, ৪০ বছর ধরে এই রেকর্ডটা দখলে রেখেছিলেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড। তার গোলসংখ্যা ৩৬৬টি। এস্পানিওলের বিরুদ্ধে এ্যাওয়ে ম্যাচে সহজ জয় পেয়েছে বার্সিলোনা। প্রথামার্ধে অতিথিদের রুখে দিতে পারলেও বিরতির পর লুইস সুয়ারেজের জোড়া গোলে ভর করে বার্সা জিতেছে সহজেই। ফলে পয়েন্ট তালিকার অবস্থানও অপরিবর্তিত থেকেছে। বার্সা, রিয়াল দু’দলেরই পয়েন্ট ৮১। গোলগড়ে এক নম্বরে কাতালানরা। ঘরের মাঠে জোশে ম্যানুয়েল জুরাডো প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করলে এস্পানিওলের এগিয়ে যাওয়া হয়নি। ওয়াটফোর্ডের সাবেক এই মিডফিল্ডারের একটি ভুল পাস থেকে বিরতির পাঁচ মিনিট পর সুয়ারেজ বল পেয়ে গোল করলে ম্যাচে ডেডলক ভাঙ্গেন। গত পাঁচ ম্যাচে এটি সুয়ারেজের প্রথম গোল। মেসি মৌসুমের ৫০তম গোল করতে ব্যর্থ হলেও ৭৬ মিনিটে ইভাস রাকিটিচের গোলে তারই অবদান ছিল বেশি। ৮৭ মিনিটে সুয়ারেজ নিজের দ্বিতীয় গোল করলে ৩-০ ব্যবধানে জয়ী হয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, শুধু একটি বিষয়ই আমরা লক্ষ্য রাখি, ম্যাচ জিততে হবে। আর এ কারণেই প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করি। এখন দেখা যাক মৌসুমের শেষে ফলাফল কি দাঁড়ায়। গত সপ্তাহে এল ক্লাসিকোতে বার্সিলোনার কাছে ৩-২ গোলে হারের ম্যাচটি থেকে আটজনকে পুনরায় ডেকে একাদশ সাজান রিয়াল কোচ জিনেদিন জিদান। এই আটজন সপ্তাহের মাঝামাঝিতে ডিপোর্টিভো লা করুনার বিরুদ্ধে ৬-২ গোলে জয়ী ম্যাচের একাদশে ছিলেন না। ম্যাচের শুরুতেই হোঁচট খাওয়া থেকে বেঁচে যায় স্বাগতিকরা। প্রথম মিনিটেই সান্টি মিনার শট পোস্টে লাগলে হতাশ হতে হয় ভ্যালেন্সিয়াকে। ২৭ মিনিটে ডানি কারভাহালের ক্রস থেকে রোনাল্ডো হেডে গোল করলে এগিয়ে যায় রিয়াল। বিরতির ঠিক পর ৫৭ মিনিটে আলভেস রোনাল্ডোর পেনাল্টি শট আটকে দিয়ে স্বাগতিক দর্শকদের হতাশ করেন। এবারের মৌসুমে এই নিয়ে ষষ্ঠ পেনাল্টি রক্ষা করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। ম্যাচ শেষের আট মিনিট আগে ডানি পারেয়োর দুর্দান্ত ফ্রিকিকে সমতা ফেরায় ভ্যালেন্সিয়া। ৮৬ মিনিটে আলভারো মোরাটার সহযোগিতায় মার্সেলো গোল করলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক সমর্থকরা। ম্যাচ শেষে রিয়াল বস জিদান বলেন, এটা সত্যি যে ৩০ মিনিট পর্যন্ত আমরা সবাই স্বস্তিতে ছিলাম। কিন্তু ভ্যালেন্সিয়া গোল করার পরে ম্যাচের পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। আমরা জানি মৌসুমের শেষ পর্যন্ত আমাদের সমস্যায় থাকতে হবে।
×