ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ জামাল, মোহামেডান, ব্রাদার্স জয়ী

প্রকাশিত: ০৪:১০, ১ মে ২০১৭

শেখ জামাল, মোহামেডান, ব্রাদার্স জয়ী

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের পঞ্চম রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন জয়ী হয়েছে। অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের (৫/২২) দুর্দান্ত বোলিংয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে শেখ জামাল। শামসুর রহমান শুভর (৭৪*) ব্যাটিং নৈপুণ্যে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে মোহামেডান। আর মাইশুকুর রহমানের (৮৪*) দুর্দান্ত ব্যাটিংয়ে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৭১ রানে হারিয়েছে ব্রাদার্স। ফতুল্লায় দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়েছেন রাজ্জাক। তার স্পিন ঘূর্ণিতে জয় পাওয়ার সঙ্গে পয়েন্ট তালিকার তিন নম্বরেও উঠে গেছে শেখ জামাল। টস জিতে আগে ব্যাটিং করে পারটেক্স। রাজ্জাকের ঘূর্ণি ঝড়ে ৪৬.৩ ওভারে ২০১ রান করতেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেছেন পারটেক্সের ওপেনার জনি তালুকদার। এছাড়া ভারতীয় ক্রিকেটার পরেশ ডগরা ৩০ ও সাজ্জাদ হোসেন ২৬ রানের ইনিংস খেলেছেন। রাজ্জাক ৫ উইকেট নেন। তানভীর হায়দার দুটি, শাহাদাত হোসেন ও সোহাগ গাজী একটি করে উইকেট নিয়েছেন। জবাবে ২০২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৮ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। ৪৫.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান করে শেখ জামাল। দলের ব্যাটসম্যানদের মধ্যে মাহবুবুল করিম সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন। এছাড়া তানভীর হায়দার ৩৪*, সোহাগ গাজী ৩১ ও ইলিয়াস সানী ২৩ রান করেছেন। পারটেক্সের বোলারদের মধ্যে মামুন হোসেন ৩৭ রানে তিনটি উইকেট নিয়েছেন। বিকেএসপি চার নম্বর মাঠে সহজ জয়ই পেয়েছে মোহামেডান। পাঁচ ম্যাচ খেলে মোহামেডান তৃতীয় জয় তুলে নিয়েছে। ভিক্টোরিয়া টানা পঞ্চম হারের স্বাদ পেয়েছে। মোহামেডানের দুই স্পিনার তাইজুল ইসলাম (৪/৩৭) ও এনামুল হক জুনিয়রের (৩/৩১) বোলিং তোপের মুখে ১৫৪ রানেই অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। জবাবে তিনটি উইকেট হারালেও বিপাকে পড়তে হয়নি মোহামেডানকে। ম্যাচসেরা শামসুর রহমান শুভর হার না মানা ৭৪ রানের সুবাদে ৩০ ওভারে তিন উইকেট হারিয়েই জয় তুলে নেয় মোহামেডান। ১৫৮ রান করে জিতে যায়। অভিষেক মিত্রর ব্যাট থেকে আসে অপরাজিত ৩৯ রান। এই জয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে আসে মোহামেডান। বিকেএসপি তিন নম্বর মাঠে ব্রাদার্সও অনায়াসেই জিতেছে। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৬৭ রান করে ব্রাদার্স। মাইশুকুর রহমান দুর্দান্ত ব্যাটিং করেন। অপরাজিত ৮৪ রান করেন। তার সঙ্গে ফরহাদ হোসেন ৬৭, মিজানুর রহমান ৪৮ ও ধীমান ঘোষ অপরাজিত ৪২ রান করেন। তাতেই এত বড় স্কোর গড়ে ব্রাদার্স। জবাব দিতে নেমে নাজিমুদ্দিন (৬৮) ও ডলার মাহমুদ (৫৩*) দলকে জেতানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৯৬ রানের বেশি করতে পারেনি খেলাঘর। স্কোর ॥ শেখ জামাল-পারটেক্স ম্যাচÑ ফতুল্লা পারটেক্স ইনিংস ২০১/১০; ৪৬.৩ ওভার (জনি ৬৫, ডগরা ৩০; রাজ্জাক ৫/২২)। শেখ জামাল ইনিংস ২০২/৭; ৪৫.২ ওভার (মাহবুবুল ৪২, তানভির ৩৪*, সোহাগ ৩১; মামুন ৩/৩৭)। ফল ॥ শেখ জামাল ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ আব্দুর রাজ্জাক (শেখ জামাল)। মোহামেডান-ভিক্টোরিয়া ম্যাচÑ বিকেএসপি-৪ ভিক্টোরিয়া ইনিংস ১৫৪/১০; ৪০ ওভার (রুবেল ৪২, মইনুল ২৭, রবিন ২১; তাইজুল ৪/৩৭, এনামুল জুনিয়র ৩/৩১)। মোহামেডান ইনিংস ১৫৮/৩; ৩০ ওভার (শামসুর ৭৪*, অভিষেক ৩৯*)। ফল ॥ মোহামেডান ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ শামসুর রহমান (মোহামেডান)। ব্রাদার্স-খেলাঘর ম্যাচÑ বিকেএসপি-৩ ব্রাদার্স ইনিংস ২৬৭/৬; ৫০ ওভার (মাইশুকুর ৮৪*, ফরহাদ ৬৭, মিজানুর ৪৮, ধীমান ৪২*; তানভির ৩/৪৯)। খেলাঘর ইনিংস ১৯৬/৯; ৫০ ওভার (নাজিমুদ্দিন ৬৮, ডলার ৫৩*; নিহাদুজ্জামান ৩/৩৭)। ফল ॥ ব্রাদার্স ৭১ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মাইশুকুর রহমান (ব্রাদার্স)।
×