ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়রথ থেমে গেল শারাপোভার

প্রকাশিত: ০৪:১০, ১ মে ২০১৭

জয়রথ থেমে গেল শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে থেমে গেলেন মারিয়া শারাপোভা। টানা তিন জয়ের পর স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালেই হেরে গেলেন তিনি। শনিবার শেষ চারের লড়াইয়ে ক্রিস্টিনা মাদেনোভিচের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। ফরাসী তারকা ক্রিস্টিনা মাদেনোভিচ এদিন ৩-৬, ৭-৫ এবং ৬-৪ সেটে পরাজিত করেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্লকে। টুর্নামেন্টের ফাইনালে ক্রিস্টিনা মাদেনোভিচের প্রতিপক্ষ এখন জার্মানির লরা সিগেমুন্ড। রোমানিয়ার সিমোনা হ্যালেপকে বিদায় করে ফাইনালের টিকেট নিশ্চিত করেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে গত বুধবারই প্রথম কোর্টে নামেন শারাপোভা। নতুন অধ্যায়ের শুরুটা বেশ ভালভাবেই করেন তিনি। টানা তিন জয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিলেন মাশা। কিন্তু সেমিফাইনালের বাধা পার হতে ব্যর্থ হন তিনি। তাহলে কী ক্লান্ত হয়ে পড়লেন রাশিয়ান তারকা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শারীরিকভাবে আমি খুবই ভাল অনুভব করছি। এমনকি তৃতীয় সেটে যখন ৫-২ ব্যবধানে পিছিয়ে পড়ি তখনও খুব ভাল ছিলাম।’ দীর্ঘদিন পর কোর্টের বাইরে থেকে ফিরেই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে সমর্থকদের মনে আশা জাগিয়েছিলেন শারাপোভা। কিন্তু শেষ চার থেকে হেরে বিদায় নেয়ায় ভক্ত-অনুরাগীরা বেশ হতাশ। তবে এতেই সন্তুষ্ট শারাপোভা। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি টুর্নামেন্টের শুরুতেই আমাকে কেউ এই অবস্থানের কথা বলতো তাহলে তাতেই আমি খুব খুশি হতাম। সর্বোপরি এখানে যেভাবে খেলেছি তাতে আমি আনন্দিত। আমি বলব, নতুন শুরুর জন্য এটাই আমার দারুণ একটা মঞ্চ।’ স্টুটগার্ট ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার ফলে আগামী মাসেই শুরু হতে যাওয়া মৌসুমের দ্বিতীয় মেজর টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে শারাপোভার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। কেননা ওয়াইল্ড কার্ড পেতে হলে ফাইনালের টিকেট নিশ্চিত করার প্রয়োজন ছিল মাশার। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারলেন না বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিং অনুয়ায়ী শারাপোভা শীর্ষ ২০০ জনের বাইরে থাকবেন। তাই ২২ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে শারাপোভার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে এ বিষয়ে চূড়ান্ত ফল জানা যাবে চলতি মাসের ১৬ তারিখে। জানিয়ে রাখা ভাল যে, ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়েই কোর্টে ফিরেন শারাপোভা। শুরুটা দুর্দান্তভাবেই করেন তিনি। টানা তিন জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন শারাপোভা। স্টুটগার্ট ওপেনের পর শারাপোভার নতুন মিশন মাদ্রিদ ওপেন। সেজন্য রবিবারই স্পেনের উদ্দেশে যাত্রা শুরু করে দিয়েছেন তিনি। সেখানে গিয়ে বৃহস্পতিবার একটি প্রদশর্নী ম্যাচও খেলবেন পাঁচটি গ্র্যান্ডসøামের মালিক। মূলত গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের আগে মাদ্রিদ ওপেন এবং রোম মাস্টার্সেই নিজের সেরাটা ঢেলে দেয়ার পরিকল্পনা শারাপোভার। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে মাদ্রিদ এবং রোম মাস্টার্সকেই আলাদা করে গুরুত্ব দিচ্ছি আমি। কারণ দীর্ঘদিন ধরেই কোর্টের বাইরে আমি। তাই গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে অংশগ্রহণের আগে এখানে খেলেই নিজেকে যাচাই করতে চাই। কারণ অন্য সকলেই তো ম্যাচের মধ্যে দিয়েই যাচ্ছেন তাই এটা আমার জন্য আবশ্যক।’ এদিকে স্টুটগার্ট ওপেনের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন মাদেনোভিচ। টানা চারটি ম্যাচ জিতেই ফাইনালের টিকেট কেটেছেন তিনি। শুরুটা করেছিলেন লুসিচ বারোনিকে হারিয়ে। এরপর দ্বিতীয় রাউন্ডেই বড় চমকটা উপহার দেন তিনি। জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে পরাজিত করেন ফ্রেঞ্চ তারকা। এ্যাঞ্জেলিক কারবার চলতি বছরে এখন পর্যন্ত কোন শিরোপার স্বাদ পাননি। যে কারণেই গত সপ্তাহে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়ে ফেলেন সেরেনা উইলিয়ামসের কাছে। এ্যাঞ্জেলিক কারবারকে বিদায়ের পর কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ টেনিস তারকা কার্লা সুয়ারেজ নাভারো এবং সেমিফাইনালে রাশিয়ার মারিয়া শারাপোভাকেও পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন ক্রিস্টিনা মাদেনোভিচ।
×