ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ফ্যান্টাস্টিক ফাইভ’ নিয়ে সন্তুষ্ট কোচ আনচেলোত্তি

প্রকাশিত: ০৪:০৯, ১ মে ২০১৭

‘ফ্যান্টাস্টিক ফাইভ’ নিয়ে সন্তুষ্ট কোচ আনচেলোত্তি

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে স্বস্তি ও শান্তির উপলক্ষ পেয়েছেন কার্লো আনচেলোত্তি। এবারই প্রথম মৌসুম কেটেছে তার জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের সঙ্গে। কিন্তু সবচেয়ে বড় দুটি ব্যর্থতা হিসেবে চ্যাম্পিয়ন্স লীগ ও জার্মান কাপ থেকে আগে ভাগে বিদায় নেয় বেয়ার্ন। সে কারণে চাপের মুখে পড়েছিলেন। কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি আনচেলোত্তির দুর্দশার সময়। তিন ম্যাচ হাতে রেখেই টানা পঞ্চমবারের মতো বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে বাভারিয়ানরা। এ কারণেই আনচেলোত্তির মুখে হাসির অম্লান রেখা এবং আর সব ভুলে সন্তুষ্টির ঢেঁকুর তুলছেন তিনি। এটিকে তিনি মনে করছেন বেয়ার্নের ‘ফ্যান্টাস্টিক ফাইভ’। চ্যাম্পিয়নশিপ নিশ্চিতের ম্যাচে উলফসবার্গকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বেয়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা আরবি লিপজিগ সমান ম্যাচে পেয়েছে ৬৩ পয়েন্ট। আর মাত্র ৩ ম্যাচ বাকি থাকায় কারও পক্ষে বেয়ার্নকে ধরা সম্ভব নয়। তাই শিরোপা থাকল এ্যালিয়াঞ্জ এ্যারেনাতেই। সম্প্রতি বেশ চাপের মুখে পড়েছিলেন আনচেলোত্তি। চাকরিচ্যুত হতে পারেন এমন সম্ভাবনাও সৃষ্টি হয়েছিল। কারণ ইউরোপের সেরা আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ এবং জার্মানির মর্যাদার আসর জার্মান কাপÑ দুটিতেই ভরাডুবি হয়েছে এবার বেয়ার্ন মিউনিখের। জার্মান জায়ান্টদের প্রথমবারের মতো দায়িত্ব নিয়েছেন এবার আনচেলত্তি। আর প্রথম দায়িত্বেই তিনি এ দুটি আসর থেকে আগাম বিদায় দেখেছেন বাভারিয়ানদের। এ কারণে বেয়ার্ন সমর্থকদের বেশ তোপের মুখে আছেন আনচেলোত্তি। কিন্তু ক্লাবের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে আনচেলোত্তির পক্ষেই আছেন। এমনকি প্রেসিডেন্ট উলি হোয়েনেসও এ কোচের পক্ষে বলে দাবি করেছেন রুমেনিগে। জার্মান কাপে চরম প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বেয়ার্ন গত বুধবার। এর মাত্র ৮ দিন আগে চ্যাম্পিয়ন্স লীগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটে বেয়ার্নের। জার্মান কাপে পরাজয়টি ছিল টানা ৫ ম্যাচে বেয়ার্নের জয় না পাওয়া। গত ১৭ বছরের মধ্যে এটিই সবচেয়ে বাজে অভিজ্ঞতা বেয়ার্নের। এ কারণে বেশ চাপের মুখে পড়েছেন আনচেলোত্তি। কিন্তু রুমেনিগে বলেন, ‘কার্লো খুবই ভাল এবং অভিজ্ঞতাসম্পন্ন একজন কোচ। তার চুক্তির মেয়াদটা সবাই ভাল করেই জানে (২০১৯ পর্যন্ত)। এ বিষয়টি নিয়ে আর কোন আলোচনার কিছু নেই।’ এবার একটি দারুণ সাফল্য পেয়ে ঠিকই নিজেকে নিরাপদ করলেন আনচেলোত্তি। তারজন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল বুন্দেসলিগা শিরোপা ধরে রাখা। ট্রেবল হাতছাড়া হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লীগ ও জার্মান কাপে ব্যর্থতার জন্য। কিন্তু লীগ শিরোপা জয়ের পথেই ছিল বেয়ার্ন। ১০ পয়েন্ট এগিয়ে থেকে সেই শিরোপা নিশ্চিতের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আনচেলোত্তি। ৫৭ বছর বয়সী এ ইতালিয়ান কোচ দারুণ সন্তুষ্ট ও গর্বিত। কারণ কোচিং ক্যারিয়ারের ১৯তম শিরোপা জয় এটি তার। চারটি ভিন্ন দেশে কোচ হিসেবে থেকে সর্বোচ্চ লীগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন তিনি। ইতালিয়ান সিরি ‘এ’ জিতেছেন এসি মিলানের সঙ্গে, ইংলিশ প্রিমিয়ার লীগ চেলসির হয়ে এবং ফ্রেঞ্চ লীগ ওয়ান জিতেছেন প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে। এ কারণেই দারুণ খুশি আনচেলোত্তি বলেন, ‘আমি খুবই খুশি। এই জয়টা খুব জরুরী ছিল এবং এখন এটাকে চমৎকার অভিজ্ঞতা মনে হচ্ছে। দলটি খুবই ভাল কাজ দেখিয়েছে এবং এই চমৎকার ক্লাবকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি এখানকার সেরা খেলোয়াড়দের সঙ্গে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং অবশ্যই যে সমর্থকরা আমাদের সঙ্গে ছিল তাদের পেয়েও আমি গর্বিত। আমরা দারুণ ফুটবল খেলেছি, তাই শিরোপা আমাদেরই প্রাপ্য ছিল। এখন উদযাপন করার সময় এবং এরপর নতুন মৌসুমের জন্য আমরা যত দ্রুত সম্ভব প্রস্তুত হতে শুরু করব।’
×