ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘গ্রন্থাগার পেশাজীবীদের যোগাযোগ দক্ষতা’ বিষয়ে কর্মশালা

প্রকাশিত: ০৪:০৫, ১ মে ২০১৭

ইস্টার্ন ইউনিভার্সিটিতে  ‘গ্রন্থাগার পেশাজীবীদের  যোগাযোগ দক্ষতা’ বিষয়ে কর্মশালা

ইস্টার্ন ইউনিভার্সিটি লাইব্রেরি এবং বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যায়নবিদ সমিতির (বেলিড) যৌথ উদ্যোগে ইউনিভার্সিটির সেমিনার হলে ‘২১ শতকের গ্রন্থাগার পেশাজীবীদের যোগাযোগ দক্ষতা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় যোগাযোগ দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিকসহ পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং, পেশাগত লেখার উন্নয়ন ও ব্যবহারবিধি বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হাজেরা রহমান, রেজিনা আক্তার এবং মোঃ মনিরুল ইসলাম কনক। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। -বিজ্ঞপ্তি
×