ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তারকাদের মিলনমেলা ইয়ুথ-বাংলা কালচারাল ফোরামের প্রথম সাধারণ সভা

প্রকাশিত: ০৪:০৫, ১ মে ২০১৭

তারকাদের মিলনমেলা  ইয়ুথ-বাংলা কালচারাল  ফোরামের প্রথম  সাধারণ সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গঠিত ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম’। দেশের তরুণ সমাজের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে, সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়াতে গঠিত হয়েছে এই ফোরামটি। ২৯ এপ্রিল রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে ফোরামের কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সাধারণ সভার আহ্বায়ক ছিলেন ফোরামের সহ-সাধারণ সম্পাদক দর্শকনন্দিত অভিনেত্রী তারিন। সভায় তিনি বলেন, ‘আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ। অনেক স্বপ্ন এবং আশা নিয়ে একই চিন্তা, একই মানসিকতার সবাই একত্রিত হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়নে আমাদের ফোরাম ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোন সংগঠনের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। আমরা সবার পাশে থাকতে চাই।’ ফোরামের সভাপতি অভিনেত্রী সাবেরী আলম বলেন, ‘আমার শক্তি আপনারা সবাই। আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই নানান সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই ফোরামে পদবী মুখ্য নয়। আমরা সবাই আন্তরিকতা নিয়ে ফোরামের জন্য কাজ করে যাব এবং আমার বিশ্বাস এই ফোরাম এদেশের প্রেক্ষাপটে ইতিহাস হয়ে থাকবে।’ ফোরামের সাধারণ সম্পাদক কমল চৌধুরী বলেন, ‘এখানে যারা উপস্থিত আছেন তাদের সবার স্বপ্ন পূরণে যেমন আমি স্বপ্ন দেখি, অনুরূপভাবে আপনাদের মাধ্যমেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করব সাধারণ মানুষের পাশে থেকে। আমার স্বপ্ন তরুণ সমাজ যেন বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যেন জানতে পারে।’ বরেণ্য আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা বলেন, ‘দীর্ঘদিন একা পথ চলেছি, এখন পথ চলার সঙ্গী পেলাম এই ফোরামে এসে। এখানে সবাই একেকটি প্রতিষ্ঠান। প্রত্যেক প্রতিষ্ঠানের সম্ভাবনাকে কাজে লাগালে এর সম্ভাবনা অপার। সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার তৌফিক উর রহমান, কমল চৌধুরী, অধ্যাপক ড. মশিউর রহমান, ড. জমির উদ্দীন সিকদার, শিমুল মুস্তাফা, সুফি ইবনে আবু বকর, মুনা চৌধুরী, সুইটি, বিজরী বরকত উল্যাহ, তারিন, পূর্ণিমা, এস আই টুটুল, মুকুল সিরাজ, অভি মঈনুদ্দীন, শারমিন শিলা, দীপা খন্দকার, ঈশিকা আজিজ, মৌ, শোয়েব-মৌসুমী, হিল্লোল-নওশীন, মীম, নোভা, সাঈদ বাবু, সামিয়া, ওবিদ, তানভীর, কল্যাণ, আলভী, অমৃতা, সুজাত শিমুল, শশী, শানু, স্বাগতা, আমান, মাসুদা বিজলী, মিশু চৌধুরী, অ্যানি, নাবিলা, কারার মাহমুদ, প্রণিল। Ñবিজ্ঞপ্তি
×