ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৯ বছর পর নির্বাচিত পূর্ণাঙ্গ গবর্নিং বডি পেল ভিকারুননিসা স্কুল ও কলেজ

প্রকাশিত: ০৪:০৪, ১ মে ২০১৭

৯ বছর পর নির্বাচিত পূর্ণাঙ্গ গবর্নিং বডি পেল ভিকারুননিসা স্কুল ও কলেজ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ নয় বছর পর সভাপতিসহ নির্বাচিত পূর্ণাঙ্গ গবর্নিং বডি পেল দেশের অন্যতম নামী প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ। ২২ এপ্রিল সদস্যপদে নির্বাচনের পর রবিবার প্রবিধানমালা অনুযায়ী নতুন সভাপতিসহ ১১ সদস্যবিশিষ্ট গবর্নিং বডির অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিধান মেনে অধ্যক্ষ সভাপতি হিসেবে তিনজনের প্যানেল পাঠানোর পর শিক্ষা বোর্ড সভাপতি হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১২ নম্বর ওয়ার্ড কমিশনার গোলাম আশরাফ তালুকদারকে অনুমোদন করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মোঃ আশফাকুস সালেহীন স্বাক্ষরিত শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, নতুন এ গবর্নিং বডির মেয়াদ প্রথম সভার তারিখ থেকে দুই বছর কার্যকর থাকবে। আগামী ৩০ দিনের মধ্যে প্রথম সভা করে বোর্ডকে অবহিত করতে হবে। জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী এ ধরনের প্রতিষ্ঠানে ১১ থেকে ১২ সদস্যের কমিটি গঠিত হয়ে থাকে। সাধারণত প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনাসাপেক্ষে অধ্যক্ষ সভাপতি হিসেবে তিনজনের একটি প্যানেল পাঠাবেন শিক্ষা বোর্ডে। ওই তিনজন নির্বাচিত সদস্যদের মধ্য থেকে হতে পারে, বাইরে থেকেও হতে পারে। সভাপতি ছাড়া গবর্নিং বডির সদস্য সচিব হলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়া খাতুন। এছাড়া কমিটির নির্বাচিত নয় সদস্য হলেনÑ এ্যাডভোকেট ইউনুচ আলী আকন্দ, আতাউর রহমান, মারুফ আহমেদ মুনসুর, ডাঃ মজিবুর রহমান হাওলাদার, ড. তাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনে খুরশিদ জাহান, মাহবুবুর রহমান, মুশতারি সুলতানা এবং ফারহানা খাতুন। এদিকে দীর্ঘদিন রাজধানীর নামীদাবী শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করায় সন্তোষ প্রকাশ করেছেন কলেজের অভিভাবকরা। গবর্নিং বডির সদস্যরা বলছেন, মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, আবুজর গিফারী কলেজসহ বহু প্রতিষ্ঠান সুনামের সঙ্গে পরিচালনা করেছেন গোলাম আশরাফ তালুকদার। তাকে সভাপতি করায় ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ পরিচালনা অনেক ভাল হবে বলে বলছেন তারা। এর আগে গত ২২ এপ্রিল উৎসবমুখর পরিবেশে গবর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। নির্বাচনে চারটি শাখায় অভিভাবক প্রতিনিধি হিসেবে মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে কলেজ প্রতিনিধি সাতজন, মাধ্যমিকে নয়জন, প্রাথমিকে দশজন ও সংরক্ষিত মহিলা আসনে চারজন ছিলেন। শিক্ষক প্রতিনিধি ছিলেন ১২ জন। এরমধ্যে স্কুল পর্যায়ে ছয়জন, কলেজে দুজন এবং সংরক্ষিত মহিলা শিক্ষিকা আসনে চারজন ছিলেন। এদিকে, আরেক নামী প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে নির্বাচনের পর সভাপতিসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই সভাপতির জন্য তিনজনের নাম পাঠানো হয়েছে শিক্ষা বোর্ডে।
×