ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরণ্যকের মে দিবসের আয়োজন

প্রকাশিত: ০৩:৩১, ১ মে ২০১৭

আরণ্যকের মে দিবসের আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ মহান মে দিবস আজ। দিনটি পালন উপলক্ষে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে নাট্য সংগঠন আরণ্যক নাট্যদল। ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণি সংগ্রামের সুতীক্ষè হাতিয়ার’ শ্লোগানে সামনে রেখে বিগত ৪০ বছর ধরে বেশ কিছু কর্মসূচি পালন করে আসছে আরণ্যক। এরই ধারাবাহিকতায় আজকের বিশেষ কর্মসুচীর প্রথম পর্ব শুরু হবে সকাল ১০টায়। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে চলবে সঙ্গীত, কবিতা আবৃত্তি ও পথনাটক মঞ্চায়ন। দ্বিতীয় ধাপে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে নাটক ‘রাঢ়াঙ’। দর্শনীর বিনিময়ে নাটকটি দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। আরণ্যকের নন্দিত প্রযোজনা ‘রাঢ়াঙ’ নাটকটি রচনা ও নির্দেশনা করেছেন মামুনুর রশীদ।
×