ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নজরুল একাডেমির বিশেষ আয়োজন

প্রকাশিত: ০৩:৩১, ১ মে ২০১৭

নজরুল একাডেমির   বিশেষ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ নজরুল একাডেমি জাতীয় কবি ও মহা বিশ^কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের আলোকে নিয়মিতভাবে মাসিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমি ভবনে নজরুল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেনÑ নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল হান্নান। সঙ্গীতানুষ্ঠানের শুরুতে শিল্পী দম্পতি মঞ্জুষা চক্রবর্তী ও বিশিষ্ট সেতারবাদক ড. ধ্রুবজ্যোতি চক্রবর্তীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। নজরুল একাডেমির থিম সং ‘একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী’ সমবেত সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। এরপর একক সঙ্গীতানুষ্ঠানে বেশ কয়েকটি নজরুলসঙ্গীত পরিবেশন করেন কলকাতা, ভারত থেকে আগত প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী মঞ্জুষা চক্রবর্তী। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করে শিল্পী সৈয়দ মেহের হোসেন। এছাড়া আরও সঙ্গীত পরিবেশন করে নজরুল একাডেমি শিক্ষক করিম শাহাবুদ্দীন, মোঃ বদিউজ্জামান, মোহাম্মদ মাজহারুল ইসলাম, তানজিনা করিম শিল্পী মিন্টু রহমান, সালামত হোসেন চৌধুরী, গোলাম মোসাব্বির, রেজা মতিন, মাহতাবুল আলম, সম্পা দাশ, রেবেকা সুলতানা, মাহমুদা আঞ্জুম বৃষ্টি, মাইশা জারিন প্রমুখ। এছাড়া উন্মুক্ত নজরুল মঞ্চের শিল্পী ও শিক্ষার্থী শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিল্পীদের তবলায় সহযোগিতা করেন দেশের বরেণ্য তবলাবাদক সৈয়দ মেহের হোসেন ও একে আজাদ প্রধান।
×