ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

থিয়েটার তোপখানার ‘তৃতীয় পুরুষ’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৩:৩১, ১ মে ২০১৭

থিয়েটার তোপখানার  ‘তৃতীয় পুরুষ’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার প্রথম সারির নাট্যদল থিয়েটার (তোপখানা) সম্প্রতি মঞ্চে এনেছে নতুন নাটক ‘তৃতীয় পুরুষ’। নাটকটি থিয়েটারের ৩৬তম প্রযোজনা। রবিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হয়। আবদুল্লাহ আল মামুনের লেখা এ নাটকটি নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত। নাটকে অভিনয় করেন শিরিন বকুল, জিয়াউল ইসলাম কাজল, হাফিজুর রহমান সুরুজ, দীপক রায় প্রমুখ। নাটকের আবহ সঙ্গীত ফরিদ আহমেদ, আলোক পরিকল্পনা শামীমুর রহমান, পোশাক শিরিন বকুল। নেপথ্য কণ্ঠ হাফিজুর রহমান সুরুজ, শিরিন বকুল ও প্রবীর দত্ত। প্রযোজনা অধিকর্তা হাফিজুর রহমান সুরুজ। শহীদের স্মৃতিনির্ভর ‘তৃতীয় পুরুষ’ নাটকের গল্প। নাটকের গল্পে দেখা যায় এক শহীদ অধ্যাপকের অন্যায় হত্যা ও ষড়যন্ত্রকে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধের সময়ে মুনীর চৌধুরীর অনুকরণে তাকে তুলে নিয়ে হত্যা করা হয়। অধ্যাপকের স্ত্রীর জবানিতে উঠে আসে তার ভয়াবহ হত্যা ও মুক্তিযুদ্ধের নানা অভিজ্ঞতা। একাত্তরের স্মৃতিজাগানিয়া এ নাটকটি একই সঙ্গে যুদ্ধ-পরবর্তী বাস্তবতা নিয়েও কথা বলে। শহীদ অধ্যাপককে নিয়ে পরবর্তী সময়ে কথিত মুক্তিযোদ্ধাদের ব্যবসা, বিভিন্ন অনুষ্ঠান এবং ফায়দা লোটার অভিনব কৌশলের বিপক্ষে কথা বলে ওঠেন অধ্যাপকের স্ত্রী। তার সামনে বর্তমান রাজাকারদের ঘৃণ্য অবস্থান নাটকে স্পষ্ট হয়ে ওঠে। নাটক প্রসঙ্গে এর নির্দেশক প্রবীর দত্ত বলেন, বুদ্ধিজীবী হত্যার মতো একটি বিষয় নিয়ে কাজ করতে পারা আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। অভিনয়ের মধ্য দিয়ে নাটকটির মূলভাব দর্শকদের জন্য তুলে ধরতে চেয়েছি। এ নাটকের মাধ্যমে বুদ্ধিজীবী হত্যা ও রাজাকারদের বিরুদ্ধে আমাদের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছি। রচয়িতা আবদুল্লাহ আল মামুনের অসাধারণ সংলাপ নির্মাণও নাটকটির মঞ্চায়নে বিশেষভাবে আমাকে আকর্ষণ করে। নাটকের পাত্রপাত্রীরা এ দিকটায় সবসময় সচেতন থাকার চেষ্টা করেছেন। প্রথম মঞ্চায়নেই নাটকটি দর্শকরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আশা করছি দর্শকরা নাটকের প্রদর্শনীটি নিয়মিতভাবেই উপভোগ করবেন।
×