ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজীবন চলচ্চিত্রের সঙ্গেই থাকব ॥ অঞ্জনা

প্রকাশিত: ০৩:৩১, ১ মে ২০১৭

আজীবন চলচ্চিত্রের সঙ্গেই থাকব ॥ অঞ্জনা

স্টাফ রিপোর্টার ॥ ‘আমি চলচ্চিত্রের মানুষ। আজীবন চলচ্চিত্রের সঙ্গেই থাকব। আজ চলচ্চিত্রের সত্যিই খুব খারাপ অবস্থা। চলচ্চিত্রের প্রাণকেন্দ্র বিএফডিসি, তা-ও এখন এর ফ্লোরগুলো চলে যাচ্ছে টেলিভিশনের কাজে। এটা কাম্য নয়। বিএফডিসি হচ্ছে চলচ্চিত্রের মানুষের জায়গা। বেশি পরিমানে চলচ্চিত্র নির্মাণ না হওয়ার কারণেই এটা হচ্ছে। আর শুধু শুধুতো কর্তৃপক্ষ ফ্লোরগুলো ফেলে রাখতে পারেনা। তাই আমি চাই চলচ্চিত্রের সুদিন ফিরে আসুক। এই চলচ্চিত্র আমাকে অনেক দিয়েছে। চলচ্চিত্রে অভিনয় করেই আমি নায়িকা হয়েছি। মানুষের ভালবাসা পেয়েছি। তাই চলচ্চিত্রের প্রয়োজনে যা কিছু করা দরকার আমি তাই করতে প্রস্তুত আছি। চলচ্চিত্রের সেবা করার জন্য নির্বচনে এসেছি। আমি আগে কখনও নির্বাচনে অংশ নেই নি। এই প্রথম অংশ নিচ্ছি। আপনারা আমাকে সুযোগ দিন। আপনাদের কাছে করজোড় অনুরোধ করছি আমাকে ভোট দিন’। বিএফডিসিতে সম্প্রতি সালমান বিন আকরাম চৌধুরী পরিচালিত ‘অচেনা পৃথিবী’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে একথা বলেন জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা। অনুষ্ঠানে হঠাৎ করেই উপস্থিত হন তিনি। উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য দেয়ার এক পর্যায়ে অঞ্জনাকে কিছু বলতে বললে তখন তিনি নির্বাচনের বিষয়ে একথা বলেন। মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রার্থী হিসেবে লড়ছেন অঞ্জনা।
×