ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমপি লিটন হত্যা ॥ কাদের খানসহ ৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট

প্রকাশিত: ০৩:০৭, ৩০ এপ্রিল ২০১৭

এমপি লিটন হত্যা ॥ কাদের খানসহ ৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকান্ডে জড়িত জাতীয় পার্টির সাবেক এমপি কর্ণেল (অবঃ) ডাঃ আব্দুল কাদের খানসহ ৮ জনকে আসামী করে চার্জশীট দাখিল করা হয়েছে। রবিবার বিকেলে কোট ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মন্ডলের কাছে বিচারিক প্রক্রিয়ায় উত্থাপনের জন্য চার্জশীট ও বিভিন্ন আলামত জমা দেন সুন্দরগঞ্জ থানার (ওসি) তদন্তকারি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান। লিটন হত্যাকান্ডের ১২১ দিনের মাথায় দীর্ঘ তদন্ত ও অনুসন্ধান শেষে বহু প্রত্যাশিত এই চার্জশীট জমা দেয়া হলো। এমপি লিটন হত্যার পর তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। পুলিশের একটি সূত্র জানায়, কাদের খান ছাড়াও ওই চার্জশীটে তার কিলার বাহিনীর সদস্য আনোয়ারুল ইসলাম ওরফে রানা, শাহীন মিয়া শান্ত, রাশেদুল হাসান মেহেদী, ব্যক্তিগত সহকারি (পিএস) শামছুজ্জোহা সরকার, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক চন্দন কুমার রায়, তার ভগ্নিপতি কসাই সুবল চন্দ্র রায়, কাদের খানের গাড়ি চালক আব্দুল হান্নানকে অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার (ওসি) তদন্ত আশরাফুজ্জামান রবিবার বিকেলে গাইবান্ধা আদালত চত্বরে উপস্থিত হয়ে কোর্ট ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মন্ডলের কাছে এসব জমা দেন। এরমধ্যে মামলার নথিপত্র (পুলিশ ডকেট) পৃষ্ঠা সংখ্যা ৫৮৩ এবং চার্জশীটে ৫ পাতা রয়েছে। এছাড়া খুনের সাথে সম্পর্কিত ৮৫ রকমের আলমত তিনি জমা দেন। এরমধ্যে রয়েছে একটি মাইক্রোবাস, দুটি পালসার মটর সাইকেল, ১০/১২টি মোবাইল ও অন্যান্য সামগ্রী। এমপি লিটন ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ মাস্টারপাড়া গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে খুন হন। এই ঘটনার পর পরই পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সবকটি সংস্থা জামায়াত-শিবির, দলীয় কোন্দল, জেলা পরিষদ নির্বাচন, পারিবারিক বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তে নামে। এই মামলার প্রথম দিকে কিছু জামায়াত-শিবির কর্মীসহ ২৩ জনকে আটক করা হলেও পরবর্তীতে সুনির্দিষ্টভাবে ৮ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়া হলো। এর আগে, খুন সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়। এমপি লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি ঢাকা থেকে মোবাইল ফোনে জানান, চার্জশীট দাখিলের মধ্য দিয়ে বিচারের একটি অংশ শুরু হয়েছে। তিনি দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মামলার এই অগ্রগতির জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইন শৃংখলা বাহিনী এবং সাংবাদিকদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
×