ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টেকনাফে ইয়াবা বিক্রেতার গুলিতে আহত ১০

প্রকাশিত: ০২:১১, ৩০ এপ্রিল ২০১৭

টেকনাফে ইয়াবা বিক্রেতার  গুলিতে আহত ১০

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেকনাফে শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর অবৈধ অস্ত্রের গুলিতে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক। রবিবার দুপুরে টেকনাফ ডেইল পাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, উত্তর ডেইল পাড়ার নূর আহাম্মদ ঘর থেকে বাজারে আসার সময় শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শফিকের অন্যতম সহযোগী সাদুর মালিকানাধীন একটি ইজি বাইক এর সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। ইজি বাইকের মালিক সাদু শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শফিককে জানালে সে অবৈধ অস্ত্র ও দলবল নিয়ে নূর আহাম্মদের ঘরে প্রবেশ ও এলোপাতারি গুলি, হামলা ও লুটপাট চালায়। এতে মো: হাফেজ ও হাফেজ উল্লাহ গুলিবিদ্ধ এবং আমির হামজা, কালাইয়া, নূর আহাম্মদ, গুনু ও কালুসহ ১০জন আহত হয়। পরে গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) শফিউল আজম জানান, তুচছ ঘটনাকে কেন্দ্র করে গুলি বর্ষনের ঘটনা ঘটেছে।
×