ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে জলদস্যুদের আত্মসমর্পন

প্রকাশিত: ২২:২২, ২৯ এপ্রিল ২০১৭

পটুয়াখালীতে জলদস্যুদের আত্মসমর্পন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু আলিফ বাহিনীর প্রধান মোঃ আরিফ মোল্লা ওরফে দয়াল ও কবিরাজ বাহিনীর প্রধান ওমাঃ ইউনুস আলী শেখ ওরফে কবিরাজ ওরফে লাদেনসহ ২৫ জন জল্যদস্যু আত্মসমর্পন করেছেন। আজ শনিবার বেলা ১১টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনুষ্ঠিক ভাবে এ আত্মসর্মাপনের আয়োজন করেছে র‌্যাব-৮। এসময় র‌্যাবের মহাপরিচালক মোঃ বেনজীর আহমেদ এবং র‌্যাব ৮ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আনোয়ার উজ জামানসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আত্মসমর্পনকালে জলদস্যু আলিফ বাহিনীর প্রধান মোঃ আরিফ মোল্লা ওরফে দয়ালএর নেতৃত্বে ১৯ জন ও কবিরাজ বাহিনীর প্রধান ওমাঃ ইউনুস আলী শেখ ওরফে কবিরাজ-এর নেতৃত্বে ৬ জন সদস্য একে একে র‌্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১০টি বিদেশি একনালা বন্দুক, ৭টি বিদেশি দোনালা বন্দুক, ৪টি (২২ বোর) বিদেশি এয়ার রাইফেল, ৬টি ওয়ান শুটার গান এবও ৪টি কাটা রাইফেলসহ ৩১টি আগ্নেয়াস্ত্র এবং ১১শ ১০ রাউন্ড সক্রিয় গোলাবারুদ জমা দিয়েছে। র‌্যাব ৮ বরিশাল ক্যাম্পের অধিনায়ক মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন কামালের কাছে জলদস্যুদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসর্মাপন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক মোঃ বেনজীর আহমেদ। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা এবং স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাসহ নানা শ্রেনীর শত শত মানুষ উপস্থিত ছিলেন।
×