ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে পাটের গুঁদামে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত: ২২:০৫, ২৮ এপ্রিল ২০১৭

কালকিনিতে পাটের গুঁদামে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকায় দুইটি পাটের গুঁদামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে অগ্নিকান্ডের সুত্রপাত কিভাবে ঘটেছে তা এখন পর্যন্ত জানাযায়নি। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ শুক্রবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, বাঁশগাড়ি এলাকার খাসেরহাট বাজারের পাট ব্যবসায়ী আলী আজম শিকদার দীর্ঘদিন ধরে তিনি খাসেরহাট বাজারের দুইটি গুঁদামে প্রায় অর্ধকোটি টাকা মুল্যের পাট মজুদ করে রেখে ছিলেন। কিন্তু শুক্রবার ভোররাতে হঠাৎ করে ওই দুইটি গুদামে রহস্যজনক ভাবে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ৩ ঘন্টা ব্যাপী আগুন নেভানোর চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। পরে মাদারীপুর ও শরীয়তপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষনে আগুনে সব পাটসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম শিকদার কান্না জরিত কণ্ঠে বলেন, কিভাবে আগুন লেগেছে বলতে পারবোনা। তবে আগুনে আমার গুদামের পাটসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার সব শেষ করে দিল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থালে ছুটি গিয়ে ছিলাম। তবে আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগীতা করা হবে।
×