ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গী আস্তানায় বোমা ডিসপোজাল ইউনিটের কাজ শেষ

প্রকাশিত: ২১:২৭, ২৮ এপ্রিল ২০১৭

জঙ্গী আস্তানায় বোমা ডিসপোজাল ইউনিটের কাজ শেষ

অনলাইন রিপোর্টার ॥ আজ সাকলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জঙ্গী আস্তানায়’ দুই দিনের অভিযান শেষ হয়েছে। আজ ওই বাড়িতে বোম ডিসপোজাল ইউনিট তাদের কাজ শেষ করেছে । এই আস্তান থেকে একটা ভেস্ট ও একটা ‘আগ্নেয়াস্ত্র’ মিলেছে। চারজনের মৃত্যু হয়েছে। এরা সবাই জঙ্গী বলে জানায়েছে পুলিশ। শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহিনী গ্রামের আমবাগান ঘেরা জেন্টু বিশ্বাসের আধাপাকা একটি বাড়ি জঙ্গী আস্তানা হিসেবে বুধবার সকালে ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা বাহিনী। সোয়াটের অভিযান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে চারজনের লাশ মেলে, যারা নিজেদের ঘটানো বিস্ফোরণে মারা যান বলে পুলিশ জানায়। অভিযান শেষে পুলিশ বলেছে, চারজনের লাশ পাওয়া গেছে। তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। আর আবুর স্ত্রী সুমাইয়া ও একটি মেয়েকে জীবিত ধরা হয়েছে। এদিকে জঙ্গী আবুর স্ত্রী সুমাইয়াকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×