ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কীর্তনখোলা নদী দখল করে মিল বর্ধিত করণের অভিযোগ

প্রকাশিত: ২০:৪৫, ২৮ এপ্রিল ২০১৭

কীর্তনখোলা নদী দখল করে মিল বর্ধিত করণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের শায়েস্তাবাদ ব্রিজ সংলগ্ন কীর্তনখোলা নদীর তালতলী পয়েন্টের নদী দখল করে নির্মানাধীন ডালমিল বর্ধিত করণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নদীর তীরে বিআইডব্লিউটিএ’র জমির ভুয়া কাগজ বানিয়ে অবৈধভাবে জমি দখল করেছে মোঃ হারুন-অর রশিদ নামের এক প্রভাবশালী। তিনি ওই জমিতে ভাই ভাই ডাল মিল নামের একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান করেন। বর্তমানে তিনি মিলের ভবনের পেছনের অংশ বৃদ্ধি করতে নদী দখল করে নির্মান কাজ অব্যাহত রেখেছেন। বিষয়টি যেন দেখার কেহ নেই। সরেজমিনে দেখা গেছে, ওই এলাকার নদীর পাড়ের অন্যান্য ঘর বাড়ির তুলনায় প্রভাবশালী হারুন প্রায় ২০ থেকে ২৫ ফুট নদী দখল করে ডাল মিলের পেছনের অংশ বৃদ্ধি করণের কাজ করছেন। এ ব্যাপারে ভাই ভাই ডাল মিলের মালিক মোঃ হারুন-অর রশিদ বলেন, গত ৭/৮ বছর পূর্বে নদীর তীরে আমি ১ একর ৩০ শতক জমি ক্রয় করে মিল স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছি। নদীর মধ্যেও আমার ৩০ ফুট জমি রয়েছে। তাই বর্তমানে সেই জমিতে মিলের পেছনের অংশের বর্ধিত করনের কাজ চলছে।
×